নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে স্বাগতিকদের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ১০ উইকেটের জয়ে ১৩৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ জয়ের কীর্তি দেখিয়েছিল বাংলাদেশ।
পাকিস্তানের ৭৯ বছরের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ও ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তাদের মাটিতেই ধবলধোলাই করেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে অস্টম টেস্ট আর নবম সিরিজ জয় টাইগারদের।
ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ককে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তখনই জানানো হয়েছিল দেশে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি। অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের সময়টি। বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ক্রিকেটারদের সেই সাক্ষাৎটি হতে যাচ্ছে।
এ সময় বাংলাদেশ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, থাকতে পারেন আরও দুই-একজন কর্মকর্তাও।
রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই টেস্টের সিরিজের প্রথমটি বাংলাদেশ জিতে ১০ উইকেটে, দ্বিতীয় টেস্টে জয় তুলে নেয় ৬ উইকেটে। পাকিস্তানে বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়, প্রথম সিরিজ জয় পাকিস্তানের মাটিতে যে কোনো সংস্করণের ক্রিকেটেই।