শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৮ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জিততে নেইমারকেই প্রয়োজন: রদ্রিগো

স্পোর্টস ডেস্ক: ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর প্রতিটি আসরে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গেলেও ফাইনালে উঠতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই শিরোপা খরা কাটাতে নেইমারের কোনো বিকল্প নেই বলে মনে করছেন রদ্রিগো। তরুণ এই ফরোয়ার্ডের মতে, ২০২৬ সালে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জিততে নেইমারকে দরকার ব্রাজিলের।

বাংলাদেশ সময় গত শনিবার সকালে রদ্রিগোর গোলে একুয়েডরকে ১-০ গোলে হারায় ব্রাজিল। টানা তিন ম্যাচ হারের পর দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের মুখ দেখে সেলেসাওরা। -অলআউট স্পোর্টস
মাঠের পারফরম্যান্সে নেইমারের অভাব যে ব্রাজিল টের পাচ্ছে তার প্রমাণ পাওয়া যায় রদ্রিগোর কথাতেও। ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন,   নেইমার আমাদের সেরা খেলোয়াড়। তার অভাব কতটা তা সবাই দেখতে পাচ্ছে। নেইমার সুস্থ থাকলে, যেটা আমরা সবাই চাই, তিনি আমাদের জন্য অপরিহার্য। তিনি এখন পুনর্বাসনের শেষ পর্যায়ে আছেন। আমরা তাকে যত দ্রুত সম্ভব মাঠে ফিরে পেতে চাই।

গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়েন নেইমার। এরপর ২ নভেম্বর ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার ক্লাব আল-হিলালের হয়ে মাঠে ফেরার জন্য অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন।

এর আগে ডান পায়ের গোড়ালি ও পায়ের আঘাতে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে ছিলেন নেইমার। ফলে তিনি ২০২১ সালে ছয় সপ্তাহের জন্য এবং ২০১৯ সালে ব্রাজিলের কোপা আমেরিকা জয়ী দলের অংশ হতে পারেননি।
নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন জানিয়ে রদ্রিগো বলেন, আমরা সবসময় একে অপরকে বার্তা পাঠাই। তিনি এখন দলের সঙ্গে অনুশীলনে ফিরে গেছেন। তিনি একজন দারুণ সতীর্থ। কেউ তার সম্পর্কে খারাপ কিছু বললে আমার খারাপ লাগে। কারণ তিনি একজন দারুণ মানুষ। তিনি সবসময় আমাকে বার্তা পাঠান, সাহায্য করেন। আমি তাকে ভালোবাসি। একজন খেলোয়াড় হিসেবে তিনি আমার আদর্শ এবং ব্যক্তি হিসেবেও তিনি চমৎকার।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়ের মাঠে পরের ম্যাচে নামবে রদ্রিগো-ভিনিসুসরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়