শিরোনাম
◈ ৯টা থেকে ৫টার অফিস সময় বাতিল হতে পারে, ভবিষ্যদ্বাণী করেছেন লিংকডইনের প্রতিষ্ঠাতা ◈ বাংলাদেশ-ভারতকে যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র ◈ ভোলায় জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা প্রয়োগে ৬৫ ছাত্রী অসুস্থ ◈ চট্টগ্রাম পাউবোর দ্রুত গতিতে চলছে চেঙ্গী নদীর তীর প্রতিরক্ষায় কাজ ◈ মেহেদির রং মোছার আগেই প্রতিপক্ষের ছুরিতে প্রাণ গেল প্রবাসীর ◈ শ্রমিক মারধরের জের : চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ ◈ আদালত প্রাঙ্গণে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান (ভিডিও) ◈ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৩১২ ডেঙ্গুরোগী, মৃত্যু ৬ ◈ দিল্লির কেন এত গোপনীয়তা শেখ হাসিনাকে নিয়ে? ◈ সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ আটক

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে মাস্টার্স টি-টেন লিগে দল পেলেন মাশরাফী,সানি ও আলামিনরা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়ের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অনেক আগেই অবসর নিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো আসরেও নিয়মিত তিনি। এবার খেলবেন ইউএস মাস্টার্স টি-টেন লিগে।

ছয় দলের অংশগ্রহণে আগামী ৮ নভেম্বর শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগ। টুর্নামেন্টটির পর্দা নামবে ১৭ নভেম্বর। এই লিগের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন মাশরাফী, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল।

ড্রেটয়িট ফ্যালকনসের হয়ে খেলবেন মাশরাফী। নড়াইল এক্সপ্রেসের দলে আছেন সরাসরি দল পাওয়া আব্দুর রাজ্জাকও। একই দলের হয়ে খেলবেন এনামুল হক জুনিয়র, আরিফুল হক ও ২০১০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা সৈয়দ রাসেল।

শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেসার আল-আমিন হোসেন। আটালান্টা রাইডার্সের হয়ে খেলবেন ১১ বছর আগে জাতীয় দলের হয়ে খেলা বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। একই দলে খেলবেন আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বি।

বাংলাদেশি তারকাদের পাশাপাশি এই লিগে খেলবেন মোহাম্মদ হাফিজ, ইমরান তাহির, মার্টিন গাপটিল, সুরেশ রায়না, হরভজন সিং, হ্যামিলটন মাসাকাদজাদের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা। দেখা যাবে অনেক আগে ক্রিকেট ছাড়া জেসি রাইডার, উপল থারাঙ্গাদের। দেখা মিলবে ভারতীয় ক্রিকেটারদেরও। খেলবেন পবন নেগি, রজত ভাটিয়া, মুনাফ প্যাটেলরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়