শিরোনাম
◈ ৯টা থেকে ৫টার অফিস সময় বাতিল হতে পারে, ভবিষ্যদ্বাণী করেছেন লিংকডইনের প্রতিষ্ঠাতা ◈ বাংলাদেশ-ভারতকে যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র ◈ ভোলায় জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা প্রয়োগে ৬৫ ছাত্রী অসুস্থ ◈ চট্টগ্রাম পাউবোর দ্রুত গতিতে চলছে চেঙ্গী নদীর তীর প্রতিরক্ষায় কাজ ◈ মেহেদির রং মোছার আগেই প্রতিপক্ষের ছুরিতে প্রাণ গেল প্রবাসীর ◈ শ্রমিক মারধরের জের : চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ ◈ আদালত প্রাঙ্গণে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান (ভিডিও) ◈ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৩১২ ডেঙ্গুরোগী, মৃত্যু ৬ ◈ দিল্লির কেন এত গোপনীয়তা শেখ হাসিনাকে নিয়ে? ◈ সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ আটক

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিশাদের পর এনামুল হক বিজয় জিম্বাবুয়ের টি-টেন লিগে দল পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রিশাদ হোসেন আগেই দল পেয়েছিলেন জিম্বাবুয়েতে হতে যাওয়া জিম আফ্রো টি-টেন লিগে। এবার চলতি মৌসুমে দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন এনামুল হক বিজয়।
রোববার দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে উইকেটরক্ষক এই ব্যাটারকে দলে নিয়েছে বুলাওয়ে ব্রেভস জ্যাগুয়ারস।

এই দলের আইকন ক্রিকেটার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার।
এর আগে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নেয় হারারে বোল্টস। তিনি ছিলেন বিদেশি খেলোয়াড়দের ‘বি’ ক্যাটাগরিতে। এই লেগস্পিন অলরাউন্ডারের দলে আইকন ক্রিকেটার হিসেবে আছেন নিউ জিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম।

অন্যদিকে ড্রাফটে বিজয়কে বিদেশি খেলোয়াড়দের ‘সি’ ক্যাটাগরি থেকে দলে নেয় বুলাওয়ে। এই দলে ওয়ার্নার ছাড়াও এই টপ অর্ডার ব্যাটার সঙ্গী হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েইট ও শ্রীলঙ্কার আকিলা দনাঞ্জয়াকে। ছয় দলের জিম আফ্রো টি-টেন লিগের এবারের আসর শুরু হবে ২১ সেপ্টেম্বর। সব ম্যাচ অনুষ্ঠিত হবে হারারেতে। টুর্নামেন্টটি শেষ হবে ২৯ সেপ্টেম্বর।

এর আগে টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশ থেকে অংশ নেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তবে এবারের আসর চলাকালে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা এবং টি-টুয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়