স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রথম কোনো পুরুষ খেলোয়াড় দেড় দশক পর ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন। এই খেলোয়াড় হলেন টেইলর ফ্রিটজ। তবে আর্থার অ্যাশ স্টেডিয়াম ভর্তি সমর্থক নিয়েও ইয়ানিক সিনারের সামনে দাঁড়াতে পারেননি। সরাসরি সেটে ফ্রিটজকে হারিয়ে প্রথম ইতালিয়ান হিসেবে টুর্নামেন্টের শিরোপা জিতেছেন শীর্ষ বাছাই সিনার।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে নিউ ইয়র্কে দারুণ সমর্থন পাওয়া ফ্রিটজকে ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে হারান ২৩ বছর বয়সী সিনার। ফলে দীর্ঘায়িত হলো যুক্তরাষ্টের ২১ বছরের ইউএস ওপেনের ছেলেদের এককের শিরোপা না পাওয়ার আক্ষেপ। ২০০৩ সালে দেশটির হয়ে সবশেষ এই গ্র্যান্ড স্ল্যাম জেতেন অ্যান্ডি রডিক।
প্রথম ইতালিয়ান হিসেবে ইউএস ওপেনের শিরোপা ছাড়াও আরও একটি কীর্তি গড়েছেন সিনার। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একই বছর হার্ড কোর্টের দুটি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতলেন ২৩ বছর বয়সী এই তারকা। এর আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন তিনি।
ম্যাচ শেষ হতেই দু হাত উঁচিয়ে চোখ বন্ধ করে আকাশের দিকে মাথা উঁচু করে কিছুক্ষণ থাকেন সিনার। খুব খ্যাপাটে উদযাপন করেননি তিনি। এ সময় গোটা স্টেডিয়াম তাকে ‘ব্রাভো ব্রাভো’ গর্জনে অভিবাদন জানায়।
আপনার মতামত লিখুন :