শিরোনাম
◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও! ◈ সাবেক মন্ত্রী-এমপিদের জন্য আনা ৩০টি গাড়ি ফের নিলামে, ক্রেতা নেই ◈ বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশে ৩০,০০০ টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ◈ একটি বিশেষ দলকে নিয়ে কেউ নিউজ করে না : মির্জা আব্বাস 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫১ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার ইয়ানসেন, নারী বিভাগে উলভার্ট

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মার্কো ইয়ানসেন। গত বছরের ১ মে থেকে এই বছর ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করা করেছে সিএসএ। বিপরীতে নারী ক্যাটাগরিতে একাই পাঁচটি পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। 

বর্ষসেরা ইয়ানসেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শিকার করেছেন ১৭ উইকেট। সব মিলিয়ে এই সময়ে ১৮ ম্যাচে এই অলরাউন্ডারের শিকার ৩২ উইকেট। ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত, দলের প্রয়োজনের সময় খেলেছেন কার্যকর ইনিংস। ১৬ ইনিংসে করেছেন ৪০৬ রান, গড় ৩৩.৮৩, অপরাজিত ছিলেন ৪ ইনিংসে। 

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডেভিড বেডিংহাম। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ও হয়েছেন তিনি। কুইন্টন ডি কক হলেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার আর রিজা হেনড্রিকস দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। মেন্স প্লেয়ার্স-প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন কেশভ মহারাজ। 

২০২৩-২৪ মৌসুমে দারুণ ছন্দে ছিলেন নারী ক্রিকেটার উলভার্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার হয়ে এই সময়ে সর্বোচ্চ রান তাঁরই। বর্ষসেরা নারী খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি নারী খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন। 

উলভার্ট আরও জিতলেন উইমেন্স প্লেয়ার্স-প্লেয়ার অব দ্য ইয়ার, ফ্যানস প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কার। নারীদের ক্যাটাগরিতে বর্ষসেরা উদীয়মান প্লেয়ার হয়েছেন এলিজ-মারি মার্ক্স। মাখায়া এনটিনি পাওয়ার অব ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেছেন মাসাবাতা ক্লাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়