শিরোনাম
◈ ৪০০ কোটি টাকা দিয়ে বিদেশযাত্রার অনুমতি পেলেন চট্টগ্রামের ব্যবসায়ী ◈ ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা ◈ চাঞ্চল্যকর ঘটনা: ১০০ টাকার বিনিময়ে শরিফা সেজে আদালতে শারমিন ◈ জিম্বাবুয়ে ক্রিকেটে ১০ মিলিয়ন ডলার দিচ্ছে আইসিসি ◈ পাকিস্তান ক্রিকেট বোর্ড বন্ধ করলো নারী ক্রিকেটারদের ভাতা  ◈ এস আলমের গৃহকর্মী মর্জিনার আছে ২২টি এফডিআর, জমা পৌনে ৩ কোটি টাকা ! ◈ ভ্রমণে গিয়ে ভারতবিরোধী পোস্ট, ভিসা বাতিল বাংলাদেশির ◈ ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক (ভিডিও) ◈ এক সপ্তাহে মসজিদে নববীতে এসেছেন ৫০ লাখ মুসল্লি ◈ হজরত মুহাম্মদ (সা.)-এর আগমনে মানবজাতি আলোকিত পথের সন্ধান পায়: তারেক রহমান

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪০ ম্যাচ পর জয় পেলো সান মারিনো

স্পোর্টস ডেস্ক: সান মারিনো,  চারদিকে ইতালি বেষ্টিত ৬১ বর্গ কিলোমিটারের দেশ। নিয়মিত ফুটবলও খেলে তারা। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ের সবেচেয় বাজেদল তারা। সান মারিনো নিজেদের ফুটবল ইতিহাসে সবশেষ ম্যাচ জেতে ২০০৪ সালে। এরপর থেকে টানা ১৪০ ম্যাচ হেরেছে দলটি। 

চলমান উয়েফা নেশনস লিগে এসে অবশেষে অধরা জয়ের দেখা পেল সান মারিনো। লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারিয়ে ছেদ টানল ১৪০ ম্যাচ পরাজিত থাকার রেকর্ডে। অবাক করা বিষয়, ২০০৪ সালে নিজেদের সবশেষ ম্যাচটাও তারা জেতে এই লিখটেনস্টাইনের বিপক্ষে। ম্যাচের ৫৩ মিনিটে নিকো সেনসোলির গোলে জয় নিশ্চিত করে সান মারিনো। - চ্যানেল২৪

সান মারিনো বিশ্বের পঞ্চম ছোট দেশ। যাবে ঘিরে আছে ইতালি। দেশটির জনসংখ্যাও মাত্র ৩৩ হাজার। এমনকি ৬১ বর্গকিলোমিটার আকৃতির দেশটি আকারে ইংল্যান্ডের শহর ম্যানচেস্টারের অর্ধেক। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাকালে দেখা যাবে এটি ফুটবল বিশ্বের সবচেয়ে বাজে দল। ২০৫টি ম্যাচের মধ্যে ১৯৬টি ম্যাচেই হেরেছে তারা। 

১৯ বছর বয়েসী সেনসোলির গোলের পেছনেও অবশ্য ভাগ্যের হাত আছে। ইতালিয়ান ফুটবলে চতুর্থ বিভাগে সেমি-প্রফেশনাল লিগের ক্লাবে খেলেন তিনি। ম্যাচে লিখটেনস্টাইন ডিফেন্ডার সান্দ্রো ওয়েজারের ভুলে বল পেয়ে তা থেকে সহজ গোল করেন সান মারিনোর এই মিডফিল্ডার।

গোলের পরপরই ছুটে আসেন সতীর্থরা। পুরো স্টেডিয়ামে তখন রীতিমতো গর্জন চলছে। এরপরই পুরোপুরি ডিফেন্সিভ খেলা উপহার দেয় সান মারিনো। ৯০ মিনিটের পর যোগ করা হয় আরও ৮ মিনিট। সেখানেও লিখটেনস্টাইন গোল করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়