নিজস্ব প্রতিবেদক: অনেক কষ্টে হলেও ভুটানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পেরেছে বাংলাদেশ দল। ২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুর চাংলিমিথাংয়ে আন্তর্জাতিক ফুটবলে ভুটানের কাছে প্রথম হেরেছিল বাংলাদেশ। তারপর বাংলাদেশ প্রায় আড়াই বছর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেনি।
গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-১ গোলে ভুটানকে হারিয়েছিল। তবে ম্যাচটি হয়েছিল ভারতের বেঙ্গালুরুতে।
এবার ৮ বছরের আগে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ। সুযোগ পেয়ে বেশভালোভাবেই তা কাজে লাগায় মোরসালিনরা।
বৃপস্পতিবার (৫ সেপ্টেম্বর) সেই চাংলিমিথাংয়ে ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। যদিও এই কন্ডিশনে কঠিন চ্যালেঞ্জ ছিল জামাল-তপুদের। তবুও প্রতিশোধ ঠিকই আদায় নিয়েছে লাল-সবজু জার্সিধারীরা। ম্যাচের একমাত্র গোলটি হয়েছে প্রথমার্ধের পঞ্চম মিনিটে। গোলটি করেছেন মোরসালিন।