শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান ◈ ‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’ ◈ গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে সংবিধানে জনগণতন্ত্রী বাংলাদেশের সুপারিশ  ◈ ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ সিদ্দিক! ◈ ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা ◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা ◈ মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা ◈ ‘ডেসটিনির এমডি রফিকুল আমীনের মুক্তিতে আর কোন বাঁধা থাকছে না’

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫১ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫ সালের ১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। এবার এই ফাইনালের তারিখ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৫ সালের ১১ জুন থেকে শুরু হবে এবারের এই ফাইনাল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এ নিয়ে টানা তিনবার আয়োজিত হচ্ছে ইংল্যান্ডের মাটিতে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুই বছরের চক্রে দলগুলো নিজেদের মধ্যে সিরিজ খেলে সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল।

এর আগে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। দুইবারই রানার্সআপ হয়েছে ভারত।ফাইনাল দেখার সুযোগ পাবেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ক্রিকেটের ভক্ত-সমর্থকরা। খেলার দেখার টিকিটের জন্য দর্শকদের রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে আইসিসির পক্ষ থেকে। সপ্তাহব্যাপী ক্রিকেট উৎসবে সামিল হতে পারবেন ক্রিকেটেপ্রেমীরা।

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, খুব দ্রুতই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ক্রিকেটীয় দিনপঞ্জিকাতে ভালো অবস্থান দখল করে নিয়েছে। ২০২৫ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তারিখ ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। টিকিটের বড় রকমের চাহিদা থাকবে, যা ভক্তদের রেজিস্টার করার জন্য উৎসাহিত করবে। রেজিস্টার করার মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারবে।
এদিকে এবারই প্রথম লর্ডসের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর আগে ২০২১ এবং ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল দ্য ওভালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়