শিরোনাম
◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩০ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইফেল টাওয়ার থেকে সরবে না অলিম্পিক রিং

প্যারিস শহরের মূল আকর্ষণ আইফেল টাওয়ার। দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ছুটে আসেন বিখ্যাত স্থাপত্য দর্শনে। অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাওয়ার পরেই প্যারিসের প্রশাসন সিদ্ধান্ত নেয়, আইফেল টাওয়ার সাজিয়ে তোলা হবে অলিম্পিকের সাজে। গত জুন মাসে আইফেল টাওয়ারের মাঝবরাবর বসানো হয় অলিম্পিকের পঞ্চবলয়। আইফেল টাওয়ারের হলুদ আলোর মাঝে সাদা আলোয় উজ্জ্বল হয়ে উঠত অলিম্পিকের লোগো।

গ্রেটেস্ট শো অন আর্থ শেষ হওয়ার পরে এবার প্যারা অলিম্পিকের আসর বসেছে ভালোবাসার শহর প্যারিসে । গত ১১ আগস্ট শেষ হয়েছে অলিম্পিক। এখন প্যারিসে চলছে প্যারা অলিম্পিক। তার মধ্যেই শহরের মেয়র অ্যান হিডালগো জানান, অলিম্পিক আয়োজনের স্মৃতি হিসাবে আইফেল টাওয়ারে লাগানো থাকবে অলিম্পিকের পঞ্চবলয়। ইতিমধ্যেই অলিম্পিক কমিটির অনুমোদন মিলেছে প্যারিস প্রশাসনের প্রস্তাবে।

তবে অ্যান জানান, এখন যে রিংগুলো বসানো রয়েছে আইফেল টাওয়ারে সেগুলো সরিয়ে ফেলা হবে। তার বদলে হালকা ওজনের রিং বসানো হবে। কারণ ভারী রিং বহন করা আইফেল টাওয়ারের পক্ষে কঠিন। অলিম্পিকের মশালও প্যারিসে রাখতে চান অ্যান। তবে বর্তমানে সেটি রয়েছে তুলিয়েরি গার্ডেন্সে। ওই গার্ডেন্স দেখাশোনার ভার রয়েছে ফ্রান্স সরকারের হাতে। ফলে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ইম্যানুয়েল ম্যাক্রোঁর হাতেই।

এবারের অলিম্পিকের পদকেও ছিল  আইফেল টাওয়ারের কিছু অংশ। পদকের সামনের অংশে যোগ করা ষড়ভুজ আকৃতির বাড়তি একটা অংশ বানানো হয়  আইফেল টাওয়ারের পুরোনো লোহালক্কড় ব্যবহার করে। ষড়ভুজ অংশে অলিম্পিক মশাল, অলিম্পিক রিং ও প্যারিস ২০২৪ লেখা খোদিত আছে। এই অংশটার নিচে পদকের মূল অংশে বিচ্ছুরিত সূর্যের আলোর নকশা খোদাই করা। মূল অংশের সঙ্গে ছয়টি রিভেট (গজাল) দিয়ে সংযুক্ত করা হয়েছে ষড়ভুজাকৃতির অংশটিকে। সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়