শিরোনাম
◈ সংবিধানে ধর্মনিরপেক্ষতাসহ ৩ মূলনীতি বাদ দিয়ে নতুন ৪ সুপারিশ ◈ ৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় ◈ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান ◈ ‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’ ◈ গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে সংবিধানে জনগণতন্ত্রী বাংলাদেশের সুপারিশ  ◈ ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ সিদ্দিক! ◈ ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা ◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়াদ পূরণের আগে বাফুফে সভাপতিকে সরিয়ে দিলে ফুটবলে আসতে পারে ফিফার নিষেধাজ্ঞা : সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: একদল সাবেক ফুটবলার, সংগঠক এবং সমর্থক গোষ্ঠী  দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করছেন। শনিবারও (৩১ আগস্ট) বাফুফে ভবনের সামনে ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক ও কয়েকজন সাবেক ফুটবলার মানববন্ধন করেছেন। 

সালাউদ্দিনসহ বাফুফে কর্মকর্তাদের পদত্যাগ করার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেই শনিবার জানিয়েছেন কাজী সালাউদ্দিন। মেয়াদ পূর্ণ করে নির্বাচনের মাধ্যমেই যেতে চান তিনি।

বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ৪ অক্টোবর। ২৬ অক্টোবর হবে নির্বাচন। এর আগেই সালাউদ্দিনসহ এই কমিটির অন্যদের পদত্যাগ চেয়ে শনিবার (৩১ আগস্ট) বাফুফে ভবনের সামনে ‘দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও’ ব্যানারে মানববন্ধনে আমিনুল ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, আলফাজ আহমেদ, রুম্মান বিন ওয়ালি সাব্বিরসহ ক্রীড়া সংগঠকরা।

বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক ও অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম বলেছেন, ফুটবল ফেডারেশন থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগ চাই। ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলাম আমরা। এর পরও পদত্যাগ না করলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে বাফুফে নির্বাচন। তবু এখনই সালাউদ্দিনের পদত্যাগের দাবির কারণ জানিয়ে আমিনুল বলেছেন, এই কমিটির অধীন আমরা নির্বাচন করব না। আমরা সালাউদ্দিনসহ অন্যদের পদত্যাগ চাই। দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়া যায় কি না, সে বিষয়ে ফিফার সঙ্গে আলোচনার জন্য বাফুফেকে আহবান করেছেন সাফজয়ী এই ফুটবলার। তবে সেই সুযোগ নেই বলে জানিয়ে কাজী সালাউদ্দিন বলেছেন, নির্বাচন পেছানোর ক্ষমতা আমার নেই। 

আমি সভাপতি হিসেবে কী করে ফিফাকে বলতে পারি পিছিয়ে দাও? এমনিতেই একবার পিছিয়েছি। আর সুযোগ নেই। ফিফা তার সংস্থাগুলোতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের ব্যাপারে খুবই কঠোর। সে ক্ষেত্রে বাফুফে সভাপতিকে মেয়াদ পূরণের আগেই সরিয়ে দিলে দেশের ফুটবলে আসতে পারে নিষেধাজ্ঞা। মানববন্ধনকারীরা শনিবার ঢুকে পড়েন বাফুফে ভবনেও। 

এ ব্যাপারে কাজী সালাউদ্দিন বলেছেন, উনারা আন্দোলন, মানববন্ধন করতেই পারেন। এ নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। নিয়ম-কানুন সব আপনারাও জানেন। তথ্যসূত্র, কালেরকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়