শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩২ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ফুটবল দল ভুটানে অনুশীলনে ব্যস্ত, খেলা শুরু ৫ সেপ্টেম্বর

স্পোর্টস ডেস্ক: দুই প্রীতি ম্যাচের জন্য ভুটান গেছে বাংলাদেশ দল। থিম্পুতে শুক্রবার টিম হোটেলে সীমাবদ্ধ ছিলো দলের কার্যক্রম। শনিবার (৩১ আগস্ট) থেকে অনুশীলন শুরু করে লাল-সবুজের দল। আজ রোববারও তাদের দ্বিতীয় দিনের অনুশীলন। প্রথমবার ২৩ ফুটবলারকে এক সঙ্গে পাবেন হাভিয়ের কাবরেরা। তারুণ্যনির্ভর দল নিয়ে দুটি ম্যাচই জিততে চান তিনি।

নেপাল থেকে সাফল্য নিয়ে ফেরার পরদিন ভুটান মিশন মিরাজুল ইসলাম, শাকির আহাদ তপুদের। প্রথমবার জাতীয় দলে সাফ অনূর্ধ্ব ২০ জয়ী দুই তরুণ। বিমানবন্দরেও ফুটবলার-কর্মকর্তা সবার শুভেচ্ছায় সিক্ত মিরাজ, তপুরা। চ্যাম্পিয়ন দলের আরও দুই ফুটবলার রাব্বী হোসেন রাহুল, চন্দন রায়ও ভুটান সফরে জামাল, মোরসালিনদের সঙ্গী হয়েছেন। তবে জাতীয় দলের ক্যাম্প তাদের কাছে প্রথম নয়। তারুণ্যনির্ভর দল নিয়ে হাভিয়ের কাবরেরাও চমক দেখানোর অপেক্ষায়।
বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, তপু-মিরাজরা নেপাল থেকে খেলে ফিরেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় তাদের খেলার অভিজ্ঞতা আছে। তারা ফর্মেও আছে, আশা করি প্রত্যাশা পূরণ করতে পারবে। 

বাংলাদেশের ম্যানেজার আমের খান বলেন, দলের সঙ্গে যদি এমন করে পাঁচ-ছয় জন আস্তে আস্তে ঢুকতে থাকে তাহলে পরে আমাদের পাইপলাইন ভালো হবে। 

ভুটানেই পুরো দলকে একসঙ্গে পাচ্ছেন হেড কোচ। যাবার আগের দিন বসুন্ধরা কিংসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে আগের ১৪ জনের স্কোয়াড। যদিও কাবরেরার ২৩ সদস্যের দলের সেই ১৪ জনের মধ্যে শাহ কাজেম, দিদারসহ ৪ জনের জায়গা হয়নি। শুক্রবার থিম্পুতে টিম হোটেলে সীমাবদ্ধ জাতীয় দলের পরিকল্পনা। শনিবার থেকে মাঠের অনুশীলন। প্রথম ম্যাচের আগে ৫ সেশন পাচ্ছেন কোচ।

বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, কন্ডিশনসহ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে দলে যারা আছে তাদের ওপর আস্থা রাখা যায়। আমি দুটি ম্যাচেই জয়ের প্রত্যাশা করছি। 

বাংলাদেশের ফুটবলার সোহেল রানা বলেন, আমাদের র‌্যাঙ্কিং ভালো একটি অবস্থা নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাই ম্যাচ দুটো আমাদের জিততেই হবে। শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমদের সঙ্গে তরুণ মিরাজ, তপু, রাব্বী, চন্দন। প্রত্যাশা আর পারফরম্যান্সে দেশে ফুটবল জাগরণে তারাই কা-ারি। থিম্পুতে ভুটান পরীক্ষা ৫ ও ৮ সেপ্টেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়