শিরোনাম
◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪, ০৭:৫২ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান থেকে দেশে ফিরবেন না সাকিব, বাইরে থেকেই ভারত সিরিজ খেলবেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এখন আর ক্রিকেটের বৃত্তে নেই। রাজনীতির মাঠে নামার শখ পূরণ করলেও তিনি এবার মামলা মাথায় নিয়ে খেলে যাচ্ছেন। এই ক্রিকেটার ক্যারিয়ারে খারাপ সময়ও পার করেছেন অনেকবার। তবে, সবকিছুকে ছাপিয়ে গেছেন এবার। তাকে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত করা হয়েছে। এ অবস্থায় তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে এ নিয়ে প্রশ্ন উঠেছে।

এর মধ্যে বিসিবি জানিয়েছে, সাকিবের শাস্তি হওয়ার আগপর্যন্ত তাকে ছাড় দেবে তারা। এর আগে পর্যন্ত খেলে যাবেন তিনি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিসিবিতে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত সিরিজের পর।  

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, স্থায়ী এনওসি তো দেয়া হবে না। তবে একটা এনওসি ওর আছে, আমরা জানি কাউন্টি খেলতে যাওয়ার কথা সারের হয়ে। আমার আসার আগেই এনওসিটা নিয়ে নিয়েছে। এখন হয়তো আসবে না (দেশে), ভারত সিরিজটা বাইরে থেকেই খেলবে, যেহেতু এনওসি দিয়ে দেয়া হয়েছে। ভারত সিরিজের পরে আমরা ঠিক করব পরবর্তী ‘প্ল্যান অব অ্যাকশন’ কী হবে।

২০০৯-১০ সালের লিগ মৌসুমে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেন সাকিব। ওস্টারশায়ারের হয়ে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন সেবার। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট খেলেন ২০১৩ সালে লেস্টারশায়ারে। লম্বা বিরতি দিয়ে আবার ইংলিশ কাউন্টিতে ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার।

ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে সাকিবের মামলা নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। দেশের হয়ে ও খেলা চালিয়ে যাবে। আমরা তাকে ভারত সিরিজেও চাই। সে সেখানেও খেলবে। তার বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় সে খেলবে। আমরা উকিল নোটিশের জবাবে এটাও বলেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়