শিরোনাম
◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৪, ০৫:২৭ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন

স্পোর্টস ডেস্ক: তুখোড় ব্যাটার ডেভিড মিলান ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ইংল্যান্ড দলের বাইরে ছিলেন। চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন জাতীয় দলের ফেরারও। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজেও জায়গা হয়নি তার। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এই সাবেক এক নম্বর ব্যাটার।
বুধবার ইংল্যান্ড জাতীয় দলকে বিদায় জানান মালান। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ ও ঘরোয়া ক্রিকেটে এখনও খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।

২০১৭ সালে টি-টেয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মালানের। এরপর ইংল্যান্ডের জার্সি গায়ে ২২ টেস্ট, ৩০ ওয়ানডে ও ৬২ টি-টুয়েন্টিতে মাঠে নামেন তিনি। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে শতক হাঁকানো দুই ব্যাটারের একজন তিনি। আরেকজন হলেন জস বাটলার।

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর আর জাতীয় দলে ডাক পাননি মালান। ইংল্যান্ডের সাদা বলের দলে পালা বদলে গত সোমবার একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। সেই দলে জায়গা না হওয়ায় দ্রæতই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই বাঁহাতি ব্যাটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজ টেস্টে শতক হাঁকান মালান। পার্থে খেলেন ২২৭ বলে ১৪০ রানের ইনিংস। এরপর ২০১৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে হাঁকান শতক। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে হাঁকান ওয়ানডের প্রথম সেঞ্চুরি।

সব মিলিয়ে ২২ টেস্টের ৩৯ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে মালানের সংগ্রহ ১ হাজার ৭৪ রান। ওয়ানডেতে ৩০ ইনিংসে ৬ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ৫৫ দশমিক ৭৬ গড়ে তার রান ১ হাজার ৪৫০ রান। টি-টুয়েন্টিতে ৬০ ইনিংসে ১ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে তার রান ১ হাজার ৮৯২। এই ফরম্যাটে দ্রæততম এক হাজার রানের রেকর্ড এখনও মালানের। ২৪ ইনিংসে এই কীর্তি গড়েন তিনি।
২০২০ সালের সেপ্টেম্বরে ওঠে আসেন টি-টেয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। ২০২২ সালে ইংল্যান্ডের টি-টেয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়