শিরোনাম
◈ সামনের পথ স্পষ্ট - একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন : মির্জা ফখরুল ◈ ইউক্রেনকে সাহায্য করতে নারাজ ইউরোপের ২ দেশ ◈ জাতীয় নাগরিক দল বাংলাদেশে নির্বাচনী দৃশ্যপট পরিবর্তন করতে পারে ◈ ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ৪৯ ব্যাংক হিসাব, লেনদেন ১৪,৩৭৬ কোটি টাকা ◈ সাতকানিয়ায় নিহত ২: কোতোয়ালি থানার লুট হওয়া পিস্তল দিয়ে ছোড়া হয় গুলি ◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার ◈ ১৪ মামলার আসামি, চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি ‘ট্যারা সোহেল’সহ গ্রেফতার ৩  ◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ০৭:০২ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্তে সাকিবের বিরুদ্ধে দুদকে আবেদন

স্পোর্টস ডেস্ক:  হত্যা মামলার আসামি হয়েই রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। শুক্রবার (৩০ আগস্ট) দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচে মাঠে নামার আগে তাকে আরও এক দুঃসংবাদের মুখোমুখি হতে হলো। 

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের আয়কর হিসাব, দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী এই আবেদন করেন।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর করা আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য দুর্নীতিবাজ সাকিব আল হাসান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃক অপরাধ লব্ধ আয় এবং উহার স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ সংগঠন তৎসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি ও মানিলন্ডারিং অপরাধের তদন্ত, অনুসন্ধান ও মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রার্থনা।

আবেদনপত্রে বিভিন্ন সময় গণমাধ্যমে আসা সাকিবের বিরুদ্ধে অভিযোগগুলোর তদন্তের অনুরোধ জানানো হয়েছে। এই তালিকায় আছে পুঁজিবাজারের তালিকাভ‚ক্ত ছয় প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ও অর্থ আত্মসাত, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানিতে সম্পৃক্ততা, ক্রিকেট খেলায় দুর্নীতি  ও নির্বাচনী হলফনামায় ব্যবসা, সম্পদের তথ্য ও আয়ের উতস গোপনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে গার্মেন্টস কর্মী রুবেল হত্যায় দায়েরকৃত মামলায় সাকিবের নাম জড়ায়। সাকিব ছাড়াও  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬জনকে আসামী করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়