শিরোনাম
◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ০৭:০২ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্তে সাকিবের বিরুদ্ধে দুদকে আবেদন

স্পোর্টস ডেস্ক:  হত্যা মামলার আসামি হয়েই রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। শুক্রবার (৩০ আগস্ট) দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচে মাঠে নামার আগে তাকে আরও এক দুঃসংবাদের মুখোমুখি হতে হলো। 

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের আয়কর হিসাব, দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী এই আবেদন করেন।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর করা আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য দুর্নীতিবাজ সাকিব আল হাসান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃক অপরাধ লব্ধ আয় এবং উহার স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ সংগঠন তৎসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি ও মানিলন্ডারিং অপরাধের তদন্ত, অনুসন্ধান ও মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রার্থনা।

আবেদনপত্রে বিভিন্ন সময় গণমাধ্যমে আসা সাকিবের বিরুদ্ধে অভিযোগগুলোর তদন্তের অনুরোধ জানানো হয়েছে। এই তালিকায় আছে পুঁজিবাজারের তালিকাভ‚ক্ত ছয় প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ও অর্থ আত্মসাত, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানিতে সম্পৃক্ততা, ক্রিকেট খেলায় দুর্নীতি  ও নির্বাচনী হলফনামায় ব্যবসা, সম্পদের তথ্য ও আয়ের উতস গোপনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে গার্মেন্টস কর্মী রুবেল হত্যায় দায়েরকৃত মামলায় সাকিবের নাম জড়ায়। সাকিব ছাড়াও  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬জনকে আসামী করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়