শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন  বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক: এবার বাংলাদেশের বিরুদ্ধে পেরে উঠলো না নেপালের যুবারা। লাল-সবুজদের ছন্দময় ফুটবলের কাছে দিশাহারা ছিলো স্বাগতিক নেপাল। মূলত মিরাজুল ইসলামের দুর্দান্ত ফুটবলের কাছে নেপাল পরাস্ত হয়েছে। তার জোড়া গোলের কল্যাণে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে অবস্থিত ললিতপুরের আনফা কমপ্লেক্সে ৪-১ গোলের জয় পায় কোচ মারুফুল হকের শিষ্যরা। দলের বাকি দুই গোল করেন রাব্বী হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা।

এর আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তিনবার রানার্স-আপ হয় বাংলাদেশ। ২০২২ সালের আসরে ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় তাদের। তবে এবারের আসরের সেমি-ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে বেশ আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে ওঠে যুবারা।
দুইবারের চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে শিরোপা লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় বাংলাদেশ। ফ্রি কিক থেকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন মিরাজুল। বিরতির ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। ৫৫তম মিনিটে হেড থেকে গোল করে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জীবিত করেন তিনি।

৭০তম মিনিটে মিরাজুলের পাস থেকে বল জালে জড়ান রাহুল। এর ১০ মিনিট পর একটি গোল শোধ দেয় নেপাল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাব্বীর বাড়ানো বল থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন নোভা।

এই জয়ে শিরোপা জয়ের পাশাপাশি গ্রুপ পর্বে হারের প্রতিশোধও নিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা মারুফুলের দল নেপালের কাছে হেরে যায় ২-১ গোলে। ফলে গ্রুপ রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়