শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন  বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক: এবার বাংলাদেশের বিরুদ্ধে পেরে উঠলো না নেপালের যুবারা। লাল-সবুজদের ছন্দময় ফুটবলের কাছে দিশাহারা ছিলো স্বাগতিক নেপাল। মূলত মিরাজুল ইসলামের দুর্দান্ত ফুটবলের কাছে নেপাল পরাস্ত হয়েছে। তার জোড়া গোলের কল্যাণে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে অবস্থিত ললিতপুরের আনফা কমপ্লেক্সে ৪-১ গোলের জয় পায় কোচ মারুফুল হকের শিষ্যরা। দলের বাকি দুই গোল করেন রাব্বী হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা।

এর আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তিনবার রানার্স-আপ হয় বাংলাদেশ। ২০২২ সালের আসরে ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় তাদের। তবে এবারের আসরের সেমি-ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে বেশ আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে ওঠে যুবারা।
দুইবারের চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে শিরোপা লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় বাংলাদেশ। ফ্রি কিক থেকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন মিরাজুল। বিরতির ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। ৫৫তম মিনিটে হেড থেকে গোল করে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জীবিত করেন তিনি।

৭০তম মিনিটে মিরাজুলের পাস থেকে বল জালে জড়ান রাহুল। এর ১০ মিনিট পর একটি গোল শোধ দেয় নেপাল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাব্বীর বাড়ানো বল থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন নোভা।

এই জয়ে শিরোপা জয়ের পাশাপাশি গ্রুপ পর্বে হারের প্রতিশোধও নিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা মারুফুলের দল নেপালের কাছে হেরে যায় ২-১ গোলে। ফলে গ্রুপ রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়