স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। আগামী পহেলা ডিসেম্বর আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন তিনি। মঙ্গলবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।
আইসিসির বার্তায় বলা হয়, বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তৃতীয় মেয়াদের জন্য তিনি নির্বাচন করবেন না। নভেম্বরে বার্কলের মেয়াদ শেষ হবে।
বর্তমানে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারিম ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।