শিরোনাম
◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান এ’ বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ এ’ দলের পাকিস্তান সফরে ব্যাটারদের ব্যর্থতা যেন চলছেই। ব্যাটিং ব্যর্থতায় দেশটির এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে হেরেছে সফরকারীরা। দল বদলালেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সৌম্য সরকার।

সোমবার ইসলামাবাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৬ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ২৭ ওভার ৫ বলে ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।

৯ রান করা সৌম্যর বিদায়ে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ২৭ রানে। দ্রুতই ফেরেন আরেক ওপেনার নাঈম শেখও (৬)। দ্বিতীয় উইকেটে অধিনায়ক তাওহীদ হৃদয়কে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দেন সাইফ হাসান। - অলআউট স্পোর্টস

তবে দলীয় ৮৪ রানে হৃদয় (১৩) ফিরলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। পরের ৩২ রান যোগ করতে হারায় আরও ৪ উইকেট। শেষ দিকে টেইলএন্ডারদের নিয়ে রিশাদ হোসেনের প্রতিরোধে লড়াই করার মতো সংগ্রহ পায় সফরকারীরা। ৪৭ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সাইফ। রিশাদ করেন ৩৭ বলে ৪০ রান। ৫ উইকেট নেন আব্বাস আফ্রিদি।

জবাবে ১৩ রানে শেখ মাহেদি পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙলেও আর কোনো প্রতিরোধ গড়তে পারেননি বাকি বোলাররা। দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৬০ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন উসমান খান।

এর আগে চারদিনের সিরিজেও হতাশাজনক পারফর্ম করেছিল বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় চারদিনের ম্যাচে কেবল আলো ছড়িয়েছিলেন সাইফ ও জাকের আলী। এবার একদিনের ম্যাচেও হতাশ করলেন ব্যাটাররা। একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়