শিরোনাম
◈ রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট (ভিডিও) ◈ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে 'আরাকান আর্মি' ◈ শেখ হাসিনার জন্য ভারত ঠিক কতদূর যেতে রাজি? ◈ সারজিস আলমের ওপর হামলার অভিযোগ (ভিডিও) ◈ বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র ◈ যেভাবে গ্রেফতার হলেন সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার ◈ প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন ড. ইউনূস: বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়  ◈ জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, যা বললেন তিনি (ভিডিও) ◈ ভোটের অধিকারের ব্যাপারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ: জেনেভায় আসিফ নজরুল ◈ হাসপাতালে কেমন আছেন মির্জা ফখরুল, যা জানা গেল

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যার্তদের সব ধরনের সহযোগিতা করবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও সিলেটসহ দেশের ১৩টি জেলা ভয়াবহ বন্যার কবলে। এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পানিবন্দি রয়েছে কয়েক লাখো মানুষ। তার মধ্যে বেশি বিপর্যস্ত ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা। দেশের এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। এবার বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত শুক্রবার (২৩ আগস্ট) বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। দুদিন আগে নতুন করে দায়িত্ব নেয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার পাশাপাশি অন্যান্য মানুষদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
বিবৃতিতে বন্যার্তদের দুর্ভোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে তাদের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়া জাতির এই ক্রান্তিলগ্ন কাটিয়ে ওঠার আগ পর্যন্ত তাদের সহায়তা, ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হবে জানিয়েছে বিসিবি। এ লক্ষ্যে সরকারের সঙ্গে সমন্বয় করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, আমরা বর্তমানে বন্যা কবলিত মানুষদের নিয়ে ভাবছি। তাদের এই কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেয়ার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হবে, তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবি সহায়তার হাত বাড়াতে নিবেদিত থাকবে এবং এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব। এ কাজে আমরা সবাইকে আহবান করছি, যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়