শিরোনাম
◈ অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা চান রাজনীতিবিদরা ◈ ফরিদপুরের প্রতিমা ভাঙচুর করা ব্যক্তি ভারতীয় নন, গোপালগঞ্জের নাগরিক ◈ খাগড়াছড়ি থেকে পুলিশ পরিদর্শক মাজহার গ্রেফতার ◈ আস-সুন্নাহ ফাউন্ডেশনে অভিজ্ঞতা ছাড়াই চাকরি ◈ আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করব: অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ, কলকাতায় ইলিশের কেজি ৫ হাজার টাকা ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউ‌ন্ডেশনে ১০০ কোটি টাকা দিলো সরকার ◈ শাহজালালে বিদেশ ফেরত যাত্রীর সঙ্গে অসদাচরণ, বরখাস্ত ৩ কর্মকর্তা  ◈ অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়: তারেক রহমান (ভিডিও) ◈ যৌথ বাহিনীর অভিযানে ময়মনসিংহে যুবদল নেতা নিহত 

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৪, ০৬:১৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৪, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্যোগে বানভাসিদের পাশে দাঁড়াতে পারছি না, ক্রিকেটার হৃদয়ের আবেগঘন পোস্ট

স্পোর্টস ডেস্ক: কয়েক দিনে বানের পানিতে তলিয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। বিপৎসীমার উপরে রয়েছে, ৭ নদীর পানি। ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীরক্ষা বাঁধের ৩০টি পয়েন্ট ধসে গেছে। 

প্রতিবেশী দেশের উজানের ঢল আছড়ে পড়ছে বাংলাদেশে। স্রোতের তোড়ে বাঁধ ভেঙে ভাসছে গ্রামের পর গ্রাম। গত ১২ দিন আগে ফেনীর পরশুরাম-ফুলগাজী উপজেলায় মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদী বাঁধের ২৬টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। যা দিয়ে পানি ঢোকে লোকালয়ে। কদিন না যেতেই একই বাঁধের ফের ৪টি অংশ ভেঙে পড়েছে। এতে তলিয়ে গেছে দুই উপজেলার ৮০টি গ্রাম। 

ত্রাণ তৎপরতায় অংশ নিতে ইতোমধ্যে নেমে পড়েছে বেশকিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দেশের এমন পরিস্থিতিতে বসে থাকতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুকে আহ্বান জানিয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে তাওহীদ হৃদয় নিজের ভেরিফায়েড ফেসবুকে লেখেন, কি লিখব? কি লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট?? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন। 

তিনি আরও লেখেন, ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ। দূর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়