শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৪, ১০:৪৯ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেপ্টেম্বরে ভুটানের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভুটানের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আগেই পাকাপোক্ত করে রেখেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কথা হয়েছিলো সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ম্যাচ দুটি খেলার। সেগুলো এখন চূড়ান্ত রূপ নিলো। ভুটানে গিয়েই খেলতে হচ্ছে বাংলাদেশকে। এতথ্য নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বাংলাদেশ চেয়েছিল ঘরের মাঠে ম্যাচ দুটি খেলতে কিন্তু দেশের চলমান পরিস্থিতি উল্লেখ করে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল ভুটান। যেকারণে বাংলাদেশে আসতে রাজি হয়নি তারা। এর আগে গত রোববার ইমরান হোসেন জানিয়েছিলেন, নিরাপত্তা নিয়ে শঙ্কার জায়গা থেকেই ভুটান এদেশে আসতে চাচ্ছিল না।

শেষ পর্যন্ত সেটাই হলো। এই উন্ডোতে ম্যাচ খেলার সুযোগ হাত ছাড়া করতে রাজি নয় বলেই প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। ভুটান জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ৫ ও ৮ সেপ্টেম্বর। ৩০ আগস্ট সেদেশে যাবে বাংলাদেশ দল।

আগামী বছর এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। ডিসেম্বরে হবে বাছাইয়ের ড্র। সেখানে চার নম্বর পটে আছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে এগোতে পারলে তিন নম্বর পটে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। সেই ভাবনা থেকেই ঘরের মাঠে ভুটানের বিপক্ষে খেলতে চেয়েছিল বাংলাদেশ।

কিন্তু সেটা আর হলো না। প্রতিপক্ষের মাঠে এখন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে হাভিয়ের কাবরেরার দলকে। যদিও সবশেষ দেখায় গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিলেন জামাল ভুঁইয়ারা। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে ভুটান আছে ১৮২ তম স্থানে। আর বাংলাদেশ ১৮৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়