শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৪, ১২:২৪ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো বাফুফেকে জরিমানা, এবার গুনতে হবে ২০ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক: ফিফার জরিমানার কবলে পড়তে হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। এবার মাঠে দর্শক অনুপ্রবেশের কারণে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা হয়েছে বাফুফের। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। জানা গেছে, গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিংস অ্যারেনায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়েছিল। আর সে কারণেই বাফুফেকে প্রায় ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ফিফা প্রতিবার জরিমানা করার সময় আমাদের সতর্ক করে দেয়, পাশাপাশি কিছু নির্দেশনাও দেয়। সেগুলো অনুযায়ী আমরা প্রতিবারই বিভিন্ন ব্যবস্থা নেই। পাশাপাশি সমর্থকদেরও সচেতনতামূলক নানা উদ্যোগের মাধ্যমে সতর্ক হতে বলি। তবে তারা যদি আমাদের কথা না শোনে, দেশের ফুটবলের কথা না ভাবে, তবে তো এরকম ঘটনা বারবারই ঘটবে। তাতে দেশের ফুটবলের অবনতি ঘটবে।

এর আগে বাফুফেকে সর্বশেষ ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা। গত অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে ওই জরিমানা করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়