শিরোনাম
◈ প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন ড. ইউনূস: বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়  ◈ জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, যা বললেন তিনি (ভিডিও) ◈ ভোটের অধিকারের ব্যাপারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ: জেনেভায় আসিফ নজরুল ◈ হাসপাতালে কেমন আছেন মির্জা ফখরুল, যা জানা গেল ◈ প্রতিদিন চুরি হচ্ছে ৩২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস! ◈ আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই সবার শীর্ষে ◈ রোহিঙ্গা শরণার্থীদের রেশন অর্ধেক কমিয়ে ৬ ডলার করল জাতিসংঘ ◈ ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম  ◈ ইশরাকের বক্তব্যের জবাবে যা বললেন সারজিস ◈  চ্যাম্পিয়ন্স ট্রফি: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৪, ০২:৫৯ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান শাহিনসের সামনে দাঁড়াতে পারছে না  বাংলাদেশ এ’ দল

স্পোর্টস ডেস্ক: প্রস্তুতি ম্যাচের শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশ এ’ দলের। ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে ব্যাট করে করতে পারে ১২২ রান। আর পাকিস্তান শাহিনসের ব্যাটার উমর আমিন একাই করেন ১৭৭ রান। উমরের মতো দ্বিতীয় দিন রাজত্ব করেছে পাকিস্তান শাহিনস। দ্বিতীয় দিন শেষে ২৪৫ রানের লিড নিয়েছে পাকিস্তান শাহিনস।

৪ উইকেটে ৩৬৭ রানে দিন শেষ করেছে তারা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) তৃতীয় দিন শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার সাদ খান (৩১) ও কামরান ঘুলাম (২০)। 

গত দিনের ২ রান নিয়ে বুধবার দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান শাহিনস। ব্যক্তিগত ১১ রানে সাইম আইয়ুবকে আউট করে বাংলাদেশের শুরুটা ভালো এনে দিয়েছিলেন তানজিম হাসান সাকিব।

তবে সময় গড়ার সঙ্গে সঙ্গে ম্যাচ থেকে অনেক দূরে সরতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে পাকিস্তানকে বড় সংগ্রহের ভিতটা এনে দেন মোহাম্মদ হুরাইরা ও সেঞ্চুরিয়ান উমর।  ব্যক্তিগত ৩৯ রানে হুরাইরাকে আউট করে নাঈম হাসান সেই জুটি ভাঙলেও উমর আরেক সতীর্থ সৌদ শাকিলকে নিয়ে আরো বড় জুটি গড়েন। তৃতীয় উইকেটে দুজনে মিলে ১৯৫ রানের জুটি গড়েন।

জুটি গড়ার পথে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩২তম সেঞ্চুরি তুলে নেন উমর। সেঞ্চুরি করেই থামেননি, তবে যখন হাসান মুরাদের বলে আউট হন তখন তার নামের পাশে ১৭৭ রান। ২১১ বলের ইংনিসটি সাজিয়েছেন ২৩ চার ও ৩ ছক্কায়। উমরকে আউট করার আগে শাকিলকেও থামান মুরাদ। পাকিস্তান শাহিনসের অধিনায়ক ৭৬ রানে আউট হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়