শিরোনাম
◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে প্যারিস অলিম্পিকের সমাপণী অনুষ্ঠান 

স্পোর্টস ডেস্ক: রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় প্যারিস অলিম্পিকের পর্দা নামছে। ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত আসরটির শেষ দিনের আগে ফ্রান্সের সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টনি এস্টানগেট।

অনেক প্রতিকূলতাকে জয় করে জাঁকজমকপূর্ণ আসর আয়োজন করে কর্তৃপক্ষ। এর মাঝে ছিল কয়েকটি বিতর্কও। সিন নদীর পানি দূষিত হওয়ায় নির্ধারিত সময়ে হয়নি ট্রায়াথলনের কয়েকটি ইভেন্ট। অবশ্য বিতর্ক সত্ত্বেও প্যারিসবাসীর আতিথেয়তায় হয়তো মুগ্ধ পর্যটকরা। এ জন্যই সমাপনীর একদিন আগে নিজের দেশের সাধারণ মানুষকে প্রশংসায় ভাসিয়েছেন টনি এস্টানগেট।

এস্টানগেট বলেন, আমি সফল। এই পর্যায়ে এসে এটা আমি বলতেই পারি। তবে একা নই, এই সফলতার ভাগিদার আমার দেশ এবং প্যারিসের সাধারণ নাগরিকরা। আমরা শেষ দুই বছর প্রতিদিন এই আয়োজনের সফলতার জন্য কাজ করে গেছি। হাজারো সমস্যা এসেছে আমাদের সামনে, আমরা সবাই একসঙ্গে সব মোকাবিলা করেছি। ক্রীড়া বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি, চেষ্টা থাকলে কী করা সম্ভব। আমি আমার শহর এবং এখানকার মানুষদের নিয়ে গর্বিত।

সমাপনী অনুষ্ঠানের বড় একটি অংশ থাকবে আকাশে। দর্শনীয় লাইটিং ও লেজার শো দিয়ে রঙিন করা হবে অনুষ্ঠানটি। জলি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন দেশ থেকে আসা অ্যাথলিটদের বিদায় রঙিন করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি। সমাপনী শোটি হবে খুবই মনোমুগ্ধকর, থাকবে কোরিওগ্রাফিতে ভরা।

হলিউড সুপারস্টার টম ক্রুজকে শুরু থেকেই বিভিন্ন ভেনুতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের অ্যাথলিটদের উৎসাহ দিতে। গুঞ্জন রয়েছে, সমাপনী অনুষ্ঠানে তিনি পারফর্ম করতে পারেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই প্যারিসের প্রাণকেন্দ্রে সিন নদীতে নৌ প্যারেডে ব্যতিক্রমী এক উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়