শিরোনাম
◈ সংগীতশিল্পী মমতাজ বেগম কোথায় আছেন? এই বিষয় যা জানাগেল ◈ ক্রিকেটার রোহিত শর্মাকে কুকুর বলেছিলেন কঙ্গনা, বললেন কংগ্রেসের মুখপাত্র ◈ বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? যা বললেন ব্যারিস্টার পার্থ ◈ সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স ◈ ভ্যাট কমলেও দাম কমা নিয়ে সংশয় ভোক্তাদের ◈ প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ ম্যাচ নিষিদ্ধ ◈ বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব! ◈ ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো নামাজের কক্ষ ◈ রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৪, ০৭:০০ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের গুলিতে আহত বাংলাদেশের ডিফেন্ডার

পুলিশের গুলিতে আহত হয়েছেন টুটুল হোসেন বাদশা। গতকাল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের এই ডিফেন্ডার।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেশের পরিস্থিতি ছিল উত্তাল। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন ছত্রভঙ্গ করতে তাই পুলিশ এলোপাতাড়ি গুলি  ছোড়ে।

এ সময় নিজ বাসার সামনে অবস্থান করা বাদশার চোখের ওপরে এসে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় চোটাক্রান্তর ছবি দিয়ে বাংলাদেশি ডিফেন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আনুমানিক রাত ৯ ঘটিকায় এলোপাতাড়িভাবে পুলিশ বাহিনী গুলি ছোড়ে। আমি আমার বাসার সামনে অবস্থান করছিলাম। সেই সময় আমার চোখের ওপরে এসে একটি গুলি লাগে।

খুব শিগরিই যেন সুস্থ হতে পারেন সে জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন টুটুল। তিনি লিখেছেন,‘ সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক একটা প্রশ্ন থেকেই গেল। সময় হলে সেই বিষয়ে কথা হবে।

জাতীয় দলের হয়ে ২০১৮ সালে অভিষেক হয় টুটুলের। এখন পর্যন্ত ২৩ ম্যাচে রক্ষণভাগ সামলিয়েছেন তিনি। ২০১৩-১৪ মৌসুমে অভিষেক হওয়া টুটুল এখন পর্যন্ত তিনটি শিরোপা জিতেছেন। সব শিরোপাই ঢাকা আবাহনীর হয়ে। দলটির হয়ে ৮৪ ম্যাচ খেলেছেন।

বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের দলে যোগ দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়