শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৯:০৯ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেলসির বিপক্ষে হালান্ডের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন আর্লিং হালান্ড। তবে শনিবার ওহিও স্টেডিয়ামে নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই নরওয়েজিয়ান। আর তাতেই কপাল পুড়েছে চেলসির। হালান্ডের হ্যাটট্রিকে ৪-২ গোলে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ম্যানসিটিট। ওহিওতে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় এই দুই দলের লড়াই ৭০ হাজার দর্শক উপভোগ করেছে।

আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলার সময় হালান্ড মাংসপেশীকে আঘাত পেয়েছিলেন। এ ম্যাচে অবশ্য তা বুঝতেই দেননি। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল করেন। চতুর্থ মিনিটে প্রথম গোল করার পর পরের মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। তার আগের মিনিটে অর্থাৎ ৫৫তম মিনিটে ম্যানসিটির হয়ে তৃতীয় গোল করেছিলেন অস্কার বব।

চেলসির জালে চার গোল দেওয়ার পর ম্যানসিটি আর গোল করেনি। এ সময়ে যেন তারা বিশ্রাম নিয়েছে। সুযোগ দিয়েছে চেলসিকে গোল করার। আর সে সুযোগ কাজে লাগিয়ে চেলসি দুই গোল পরিশোধ করে। ৫৯ মিনিটে রহিম স্টার্লিং প্রথম গোল করেন। ৮৯ মিনিটে নোনি মাদুয়েকা করেন দ্বিতীয় গোল।

আগামী শনিবার কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানসিটি। তারপরেই তারা শুরু করবে প্রিমিয়ার লিগের মিশন। এ মিশনে তারা প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চেলসির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়