শিরোনাম
◈ ৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ. এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় ◈ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান ◈ ‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’ ◈ গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে সংবিধানে জনগণতন্ত্রী বাংলাদেশের সুপারিশ  ◈ ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ সিদ্দিক! ◈ ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা ◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা ◈ মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৯:০৯ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেলসির বিপক্ষে হালান্ডের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন আর্লিং হালান্ড। তবে শনিবার ওহিও স্টেডিয়ামে নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই নরওয়েজিয়ান। আর তাতেই কপাল পুড়েছে চেলসির। হালান্ডের হ্যাটট্রিকে ৪-২ গোলে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ম্যানসিটিট। ওহিওতে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় এই দুই দলের লড়াই ৭০ হাজার দর্শক উপভোগ করেছে।

আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলার সময় হালান্ড মাংসপেশীকে আঘাত পেয়েছিলেন। এ ম্যাচে অবশ্য তা বুঝতেই দেননি। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল করেন। চতুর্থ মিনিটে প্রথম গোল করার পর পরের মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। তার আগের মিনিটে অর্থাৎ ৫৫তম মিনিটে ম্যানসিটির হয়ে তৃতীয় গোল করেছিলেন অস্কার বব।

চেলসির জালে চার গোল দেওয়ার পর ম্যানসিটি আর গোল করেনি। এ সময়ে যেন তারা বিশ্রাম নিয়েছে। সুযোগ দিয়েছে চেলসিকে গোল করার। আর সে সুযোগ কাজে লাগিয়ে চেলসি দুই গোল পরিশোধ করে। ৫৯ মিনিটে রহিম স্টার্লিং প্রথম গোল করেন। ৮৯ মিনিটে নোনি মাদুয়েকা করেন দ্বিতীয় গোল।

আগামী শনিবার কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানসিটি। তারপরেই তারা শুরু করবে প্রিমিয়ার লিগের মিশন। এ মিশনে তারা প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চেলসির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়