স্পোর্টস ডেস্ক: সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের স্ট্রেংথ পরীক্ষা শেষ হয়েছে গতকাল। আজ অনুশীলন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
অনুশীলন বাতিলের এই সিদ্ধান্ত শুধুমাত্র আজকের জন্য। এরপর বাকি সিদ্ধান্ত জানানো হবে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
গতকাল সকালে স্ট্রেংথ পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, 'আমাদের তো গত কিছু দিন আগে বিশ্বকাপে যাওয়ার আগে মাত্র একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। এদিন কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে৷ যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। টোটাল ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।’
উল্লেখ্য, চলতি আগস্ট মাসেই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। ২১ আগস্ট থেকে শুরু হওয়া সেই দুই টেস্টকে মাথায় নিয়েই চলছে ক্রিকেটারদের বর্তমান অনুশীলন পর্ব।
আপনার মতামত লিখুন :