স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে সোনার পদকে সবার ওপরে আছে চীন। ছেলেদের ডাইভিংয়ে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জয়ের পর চীনের মোট সোনার পদক হলো ১২টি।
এখন পর্যন্ত ১২টি সোনার সঙ্গে ৭টি করে রূপা ও ব্রোঞ্জ জিতে মোট ২৬টি পদক চীনের। তারা আছে তালিকার এক নম্বরে। তবে মোট পদক বেশি জিতেছে যুক্তরাষ্ট্র। ৯ সোনা ১৬ রূপা এবং ১৩ ব্রোঞ্জ নিয়ে তাদের পদক মোট ৩৮টি। পদক তালিকায় তারা রয়েছে দ্বিতীয় স্থানে।
তৃতীয় স্থানে থাকা ফ্রান্স সোনার পদক জিতেছে ৮টি। ১১ রূপা এবং ৯টি ব্রোঞ্জসহ ফ্রান্সের মোট পদক এখন ২৮টি। ৮টি করে সোনার পদক জিতেছে অস্ট্রেলিয়া এবং জাপানও।
এসবি২
আপনার মতামত লিখুন :