শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ১২:২২ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৪, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপার সেরা একাদশে আর্জেন্টাইনদের আধিপত্য

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। গত তিন বছরে চারটি টুর্নামেন্টের ফাইনালে খেলেই লিওনেল স্কালোনির দল চারটিতেই চ্যাম্পিয়ন হয়েছে। এবারের আসরসহ দুটি কোপা, ফিনালিসিমা ও ২০২২ কাতার বিশ্বকাপ জয়। স্বাভাবিক এবার চ্যাম্পিয়ন হওয়ায় কোপার সেরা একাদশেও আলবিসেলেস্তেদের আধিপত্য থাকার কথা এবং তাই হয়েছে!

সেরা একাদশে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও। তার নাম থাকা স্বাভাবিক মনে হলেও, এই আলোচনা মূলত ইনজুরির কারণে পুরো সময় খেলতে না পারায়। আসরজুড়ে চোটের সঙ্গে লড়াই করা এই মহাতারকা পাঁচ ম্যাচ খেলে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন। তিনিসহ কোপার সেরা একাদশে সর্বোচ্চ ৫ জন ঠাঁই পেয়েছেন আর্জেন্টিনার। বুধবার এই একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল।

এ ছাড়া সেরা একাদশে দ্বিতীয় সর্বোচ্চ দুজন খেলোয়াড় আছেন কলম্বিয়ার। ব্রাজিল, কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডর থেকে একজন করে সুযোগ পেয়েছেন। সেরা একাদশের আক্রমণভাগে মেসির সঙ্গী স্বদেশি লাউতারো মার্টিনেজ ও ব্রাজিলের রাফিনহা। কোপার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। তিনিসহ মাঝমাঠের দায়িত্বে একাদশে উরুগুয়ের মানুয়েল উগার্তে ও আর্জেন্টিনার রদ্রিগো ডি পলের জায়গা হয়েছে।

রক্ষণভাগ সামলানোর দায়িত্বে কলম্বিয়ার ডেভিনসন সানচেজ, আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো ও ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়ে হয়তো বড় চমক নয়। তাদের সঙ্গে জায়গা পেয়েছেন কানাডার অ্যালিস্টার জনসনও। আর গোলরক্ষকের ভূমিকায় কার জায়গা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আলবিসেলেস্তেদের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা এমিলিয়ানো মার্টিনেজ আছেন একাদশে।

২০২৪ কোপা আমেরিকার সেরা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনসন (কানাডা), ডেভিনসন সানচেজ (কলম্বিয়া), ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), পিয়েরো হিনকাপিয়ে (ইকুয়েডর), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা), মানুয়েল উগার্তে (উরুগুয়ে), হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), লিওনেল মেসি (আর্জেন্টিনা), লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা) ও রাফিনহা (ব্রাজিল)।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়