শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনের কাছে হেরেও ব্রাজিল তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে

স্পোর্টস ডেস্ক: ভাগ্য মন্দ ব্রাজিল নারী ফুটবল দলের। প্যারিস অলিম্পিক ফুটবলে দুর্দান্ত খেলেও হেরে গেছে। দলের তুখোর ফুটবলার মার্তা লালকার্ড পাওয়ার পরই অনেকটা খেই হারিয়ে ফেলে ব্রাজিল দল। এরপরই ব্রাজিল স্পেনের কাছে ২-০ গোলে হেরেছে। ফলে কোয়ার্টারের স্বপ্ন ফিকে হয়ে এসেছিল ব্রাজিলের মেয়েদের। ফ্রান্সের বোর্দোয় গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হারার পর কান্নায় ভেঙ্গে পড়েন মার্তা। তবে শেষ পর্যন্ত তার দল কোয়ার্টারের টিকিট পায়।

ম্যাচটিতে ফেবারিট হিসেবেই মাঠে নামে ব্রাজিল। তবে প্রথমার্ধেই পরিণত হয় ১০ জনের দলে। বক্সের বাইরে নিচু হয়ে হেড করেছিলেন স্পেনের ওলগা কার্মোনা। বল ক্লিয়ারের চেষ্টায় তার মাথার ওপর দিয়ে বিপজ্জনকভাবে পা নিয়ে যান ব্রাজিলের মার্তা। আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন স্প্যানিশ ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে মার্তাকে লাল কার্ড দেখান রেফারি। ব্রাজিলের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও সিদ্ধান্ত বদলাল না। 

তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে স্পেন ও ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে জাপান উঠেছে কোয়ার্টার-ফাইনালে। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় হওয়া ব্রাজিলও পেয়েছে টিকিট। দুই তৃতীয় সেরা দলের একটি হয়ে শেষ আটে ওঠে তারা। তবে শেষ আটে উঠলেও লাল কার্ডের জন্য খেলতে পারবেন না মার্তা।

ছেলে ও মেয়েদের বিশ্বকাপে সর্বোচ্চ গোলের (১৭) রেকর্ডধারী তারকা মার্তা’র হাতে এখনও অলিম্পিক স্বর্ণপদক ওঠেনি। ২০০৪ এথেন্স ও ২০০৮ বেইজিং অলিম্পিকে রূপা জিতেছিলেন তিনি, দু’বারই ফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছিল ব্রাজিল। এই বছরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইচ্ছার কথা গত এপ্রিলেই জানান ব্রাজিলের রেকর্ড স্কোরার ৩৮ বছর বয়সী মার্তা। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়