শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যর্থতার ঘেরাটোপে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক:
ব্যর্থতাটাই যেন এখন সাকিব আল হাসানের সঙ্গী। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে ছিলেন। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে খুব একটা মনে রাখার মতো পারফরম্যান্স নেই তার। এমনকি বসেও থাকতে হয়েছে কয়েক ম্যাচে। বর্তমানে তার ব্যস্ততা কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। বাংলা টাইগার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। 

সাকিবের ভাগ্যের চাকা ঘোরেনি এখানে এসেও। বল হাতে অবদান রাখতে পারলেও প্রতিনিয়ত ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন টাইগার এই ক্রিকেটার। বুধবার সারে জাগুয়ার্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে বাংলা টাইগার্স মিসিসাউগা। টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং শরিফুল ইসলাম। 

ম্যাচের দ্বিতীয় ওভারেই ওপেনার সুনীল নারাইনের উইকেট তুলে দলকে দারুণ শুরু এনে দেন শরিফুল। নিজের প্রথম ওভারে এক উইকেট তুলে শরিফুল দেন ২ রান। এরপর ইনিংসের ৮ম ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাকিব, রান দেন ৫। পরে ১০ম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন শরিফুল। দারুণ সেই ওভারে মাত্র ৩ রান খরচায় শেষ দুই বলে তুলে নেন ২ উইকেট। ৪ ওভারে শরিফুল ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। 

১৬তম ওভারে নিজের তৃতীয় ওভারে এসে ৬ রান দিয়ে মার্কাস স্টয়নিসের উইকেট তুলে নেন সাকিব। সবমিলিয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট তোলেন সাকিব। সারের হয়ে ২৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক মার্কাস স্টয়নিস। লোগান ভ্যান বিক খেলেন ৩৭ বলে ৩১ রানের ইনিংস। ১৯.৫ ওভারের মাথায় ১০১ রান তুলে অলআউট হয় সারে জাগুয়ার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়