স্পোর্টস ডেস্ক: অলিম্পিক নারী ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন কানাডা। এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার তারা। তারপরও তাদের প্রথম রাউন্ড পার হওয়া কষ্টকর হয়ে পড়েছিল। প্রতিপক্ষের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ৬ পয়েন্ট কেটে রাখা হয়েছিল তাদের। তবে শিরোপা প্রত্যাশী দলটিকে থামানো যায়নি। কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। বুধবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কানাডা।
জেসি ফ্লেমিংয়ের ফ্রি কিক থেকে কানাডাকে ৬১ মিনিটে গোল এনে দেন কানাডার ডিফেন্ডার ভ্যানেসা জিলেস। এই জয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতলেও কানাডার পয়েন্ট দাঁড়ায় ৩। কারণ এর আগে নিউজিল্যান্ড নারী ফুটবল দলের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে অলিম্পিক নারী ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে।
আরও জানা যায়, প্যারিস অলিম্পিকের আগেও কানাডা ছেলে ও মেয়েদের ফুটবল দল প্রতিপক্ষের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তি করেছে। ফিফা তাই অলিম্পিকে মেয়েদের ফুটবলে কানাডার ৬ পয়েন্ট কেটে রাখার পাশাপাশি তাদের তিন কোচকে এক বছর করে নিষিদ্ধও করে। প্রধান কোচের পদ থেকে সরিয়েও দেওয়া হয় বেভ প্রিস্টম্যানকে।
‘এ’ গ্রুপ থেকে ফ্রান্স ৩ ম্যাচে ২ জয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে উঠেছে কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় কানাডা ও তৃতীয় কলম্বিয়ার সমান ৩ পয়েন্ট। ১ জয় ও ২টি ম্যাচে হেরেছে কলম্বিয়া। কলম্বিয়ার (০) সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের রানার আপ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে কানাডা (+৩)। সেমিফাইনালে ওঠার ম্যাচে শনিবার মার্শেইয়ে জার্মানির মুখোমুখি হবে তারা।
নিসে শেষ বাঁশি বাজার পর আনন্দে কানাডার খেলোয়াড়েরা একে অপরকে জড়িয়ে ধরেন। কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগেই খেলোয়াড়েরা জানতে পারেন, ৬ পয়েন্ট কেটে নেওয়ার বিরুদ্ধে কানাডার আপিল নাকচ করে দিয়েছে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।
মেয়েদের ফুটবলে কোয়ার্টার ফাইনালের ৮ দল নিশ্চিত হয়েছে। শনিবার কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নঁতেতে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স। লিঁওতে স্পেনের প্রতিপক্ষ কলম্বিয়া। প্যারিসে জাপানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র এবং মার্শেইয়ে কানাডার প্রতিপক্ষ জার্মানি।
তিনটি গ্রুপ থেকে সেরা তৃতীয় স্থানীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল ও কলম্বিয়া। বোর্দোয় স্পেনের কাছে ২-০ গোলে হারের পরও শেষ আটের টিকিট পেয়েছে ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে স্পেনের অধিনায়ক ওলগা কারমোনাকে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিল কিংবদন্তি মার্তা।
আপনার মতামত লিখুন :