এল আর বাদল: [২] প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রৌপ্য জয়ের একদিন পর জানা গেল যুক্তরাজ্যের তারকা সাঁতারু এ্যাডাম পিটি কোভিড পজিটিভ।
[৩] টিম জিবি এক বিৃবতিতে জানিয়েছে ২৯ বছর বয়সী পিটি শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। সাঁতার ইভেন্টে শেষের দিকে অনুষ্ঠিতব্য রিলে ইভেন্টে তার ব্রিটিশ দলে ফেরার আশা করা হচ্ছে।
[৪] বিবৃতিতে জানানো হয়, রোববার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের ফাইনালের আগে পিটি শারিরীক ভাবে কিছুটা অসুস্থ বোধ করেন। ফাইনালের ঘণ্টাখাকের পর তার শরীর আরও খারাপ হয়ে যায়। এরপরই সোমবার সকালে তার দেহের করোনার অস্তিত্ব ধরা পড়ে। ইতোমধ্যেই সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কন্টিনজেন্টের অন্য সকলের কথা বিবেচনা করে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
[৫] ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে আগের দুই অলিম্পিকে চ্যাম্পিয়ন পিটি মাত্র ০.০২ সেকেন্ডের ব্যবধানে ইতালিয়ান নিকোলো মার্টিনেগির কাছে হেরে এবার রৌপ্য পদক জয় করেছেন। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসবি২
আপনার মতামত লিখুন :