নিজস্ব প্রতিবেদক: শ্যুটার রবিউল ইসলাম ও সাঁতারু সামিউল ইসলামের পথ ধরলেন আর্চার সাগর। প্রথম রাউন্ড পেরোতে পারলেন না তিনি। অথচ বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন সাগর ইসলাম। আর্চারিতে ভালো কিছু করবেন এমন প্রত্যাশাই ছিল বাংলাদেশি আর্চারের কাছে।
তবে বুধবার প্রথম রাউন্ডে খেলতে নেমে হতাশ করেছেন সাগর। শ্যুটার রবিউল ইসলাম ও সাঁতারু সামিউল ইসলামের মতো শুরুতেই বাদ পড়েছেন তিনি।
ইতালির মাউরো নেসপলির কাছে সরাসরি ৬-০ পয়েন্টে হেরেছেন তিনি।
সাগরকে ৩০-২৭, ২৭-২৬, ২৮-২৫ ব্যবধানে হারিয়ে শেষ ৩২ এ জায়গা পেয়েছেন নেসপলি। সব শেষ অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রুপা জিতেছিলেন ইতালির এই আর্চার।
এসবি২
আপনার মতামত লিখুন :