শিরোনাম
◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ১১:২৯ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিক গেমস

পদক তালিকায় শীর্ষ যারা

স্পোর্টস ডেস্ক ; অলিম্পিকের পদকের লড়াই বেশ জমে উঠেছে। পদক তালিকায় একাধিকবার এসেছে পরিবর্তন। শ্যুটিং ইভেন্টে চীন নিশ্চিত করেছিল এবারের অলিম্পিকে নিজেদের তৃতীয় সোনা। পুরো দিনে এশিয়ান জায়ান্টদের স্বর্ণপ্রাপ্তি ওই একটিই। জাপান আর দক্ষিণ কোরিয়া এরপর দাপট দেখিয়েছে। যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে একাধিকবার। 

সাঁতারে ফ্রান্সের দর্শকদের আনন্দে ভাসিয়েছেন লিও মারশাঁ। ২০০৮ সালে কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পসের গড়া রেকর্ড ভেঙে জিতেছেন ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা। সুইমিং পুলে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের তোরি হুসকে। আবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অ্যাডাম পিটির হ্যাট্রিক স্বপ্ন ভেঙেছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি। 

দিনের শেষ স্বর্ণপদক জিতেছে জাপান। এখন পর্যন্ত পদক তালিকার সবার ওপরে তারা। ৪ সোনা গিয়েছে সূর্যদোয়ের দেশে। অস্ট্রেলিয়ার ঝুলিতেও আছে ৪ সোনা। তবে মোট পদকের সংখ্যায় জাপানের পেছনে থাকায় দুইয়ে স্থান তাদের। তিনে থাকা যুক্তরাষ্ট্রের সোনা ৩টি হলেও মোট পদক সবার চেয়ে বেশি। দেশকে ১২টি পদক এনে দিয়েছেন তারা। 

গ্রেট ব্রিটেন দুই রৌপ্য আর দুই ব্রোঞ্জ নিয়ে ৪ পদক নিয়ে আছে এই তালিকার ঠিক পরেই। পদক তালিকায় অবশ্য এখন পর্যন্ত নাম লিখিয়েছে আরও অনেক দেশই। ৬টি দেশ অন্তত একটি করে ব্রোঞ্জ পদক জিতে নাম উঠিয়েছে পদকের খাতায়। যেখানে আছে ভারতের নামটাও। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ভাকের মানু। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়