শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ১০:৫৩ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের পরিকল্পনা কাজ করেনি: হারমানপ্রিত কাউর

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপ ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য ভারতের নারী ক্রিকেট দলের। ২০০৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আট আসরে সাতবার তারা শিরোপা জয় করেছে। এবারের আসরেও তারা ছিল ফেভারিট। কিন্তু ফাইনালে তাদের চমকে দিয়েছে শ্রীলঙ্কা। ৮ উইকেটের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে দলটি।

ম্যাচে ভারত আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছিল। জবাবে শ্রীলঙ্কা ১৮.৪ ওভারে তাদের সংগ্রহকে টপকে যায়। ভালো একটা সংগ্রহের পরও এমন হারের জন্য ভারতের অধিনায়ক হারমানপ্রিত কাউর নিজেদের বোলিংকে দায়ী করেছেন। শুধু তাই নয, আসন্ন বিশ্বকাপে ভালো করার জন্য বোলিং বিভাগকে উন্নত করার ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

রোববার এক সাক্ষাতকারে হারমানপ্রিত কাউর বলেন, আমাদেরকে কিছু কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সেই সঙ্গে এই হারের কথাও মাথায় রাখতে হবে। তারা অনেকদিন ধরে ভালো ক্রিকেট খেলছে। বিশেষ করে এই টুর্নামেন্টের পুরোটা সময় তারা ভালো খেলা উপহার দিয়েছে।

নিজেদের বোলিং পরিকল্পনামাফিক হয়নি এমনটা উল্লেখ করে কাউর বলেন, আমরা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছি। তবে কোনো সন্দেহ নেই ম্যাচে আমরা বেশ কিছু ভুল করেছি। তার মূল্যও দিতে হয়েছে।'

কাউর আরো বলেন, আমরা স্কোরবোর্ড ভালো স্কোর রেখেছিলাম। পাওয়ার প্লেতে আমরা ব্রেক থ্রুর চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের প্ল্যান কাজ করেনি। তাছাড়া শ্রীলঙ্কা ভালো ব্যাটিং করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়