শিরোনাম
◈ মধ্যরাতে গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি (ভিডিও) ◈ দুঃখ প্রকাশ করে জেলেনস্কির টুইট, যা বললেন তিনি ◈ ক্ষমতায় আসা এত সহজ না: নাগরিক পার্টিকে মির্জা আব্বাস ◈ ঈদের আগে প্রণোদনার ৭ হাজার কোটি টাকা চায় বিকেএমইএ ◈ যুক্তরাষ্ট্রে ‘বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ পেলেন বাংলাদেশি কাদের ◈ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি : ডিবি প্রধান ◈ ট্রাম্পের বক্তব্যের পাল্টা বিবৃতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার ◈ পুলিশে ফের রদবদল, সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তা বদলি ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত ◈ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের পরিকল্পনা কাজ করেনি: হারমানপ্রিত কাউর

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপ ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য ভারতের নারী ক্রিকেট দলের। ২০০৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আট আসরে সাতবার তারা শিরোপা জয় করেছে। এবারের আসরেও তারা ছিল ফেভারিট। কিন্তু ফাইনালে তাদের চমকে দিয়েছে শ্রীলঙ্কা। ৮ উইকেটের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে দলটি।

ম্যাচে ভারত আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছিল। জবাবে শ্রীলঙ্কা ১৮.৪ ওভারে তাদের সংগ্রহকে টপকে যায়। ভালো একটা সংগ্রহের পরও এমন হারের জন্য ভারতের অধিনায়ক হারমানপ্রিত কাউর নিজেদের বোলিংকে দায়ী করেছেন। শুধু তাই নয, আসন্ন বিশ্বকাপে ভালো করার জন্য বোলিং বিভাগকে উন্নত করার ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

রোববার এক সাক্ষাতকারে হারমানপ্রিত কাউর বলেন, আমাদেরকে কিছু কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সেই সঙ্গে এই হারের কথাও মাথায় রাখতে হবে। তারা অনেকদিন ধরে ভালো ক্রিকেট খেলছে। বিশেষ করে এই টুর্নামেন্টের পুরোটা সময় তারা ভালো খেলা উপহার দিয়েছে।

নিজেদের বোলিং পরিকল্পনামাফিক হয়নি এমনটা উল্লেখ করে কাউর বলেন, আমরা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছি। তবে কোনো সন্দেহ নেই ম্যাচে আমরা বেশ কিছু ভুল করেছি। তার মূল্যও দিতে হয়েছে।'

কাউর আরো বলেন, আমরা স্কোরবোর্ড ভালো স্কোর রেখেছিলাম। পাওয়ার প্লেতে আমরা ব্রেক থ্রুর চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের প্ল্যান কাজ করেনি। তাছাড়া শ্রীলঙ্কা ভালো ব্যাটিং করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়