শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ১২:০৬ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়ালের সঙ্গে চুক্তির কাজটা শেষ করলেন এনদ্রিক

স্পোর্টস ডেস্ক :নিয়ম অনুযায়ী ১৮ বছর পূর্ণ হতেই আনুষ্ঠানিকভাবে রিয়ালের সঙ্গে ৬ বছরের চুক্তির কাজ শেষ করলেন এনদ্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর পরিচয় পর্বও হয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রিয়ালের জার্সি গায়ে তুলে আবেগ ধরে রাখতে পারেননি এনদ্রিক। চোখের জলে ভিজে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘কেমন অনুভূতি হচ্ছে, তা বলার ভাষা আমার নেই। কারণ, সব সময় এখানেই আসতে চেয়েছি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি। এটা স্বপ্ন পূরণ হওয়ার মতো।’

রিয়ালের প্রতি এনদ্রিকের এমন ভালোবাসার কারণ পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো, ‘ কাঁদতে চাইনি, কিন্তু রিয়ালকে ছেলেবেলা থেকেই ভালোবেসেছি। কারণ, একজন মানুষ আমার জীবনে এসেছিল—ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর কারণেই রিয়াল মাদ্রিদকে অনুসরণ করা শুরু করি।’

অনেক দিন ধরেই আলোচনায় ব্রাজিলিয়ান ফুটবলের নতুন বিস্ময়বালক এনদ্রিক।  ২০২২ সালের পালমেরাইসের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা (১৬ বছর ৩ মাস ৪ দিন) হয়ে আলো কেড়েছিলেন এনদ্রিক। এরপর তাঁর প্রতি ইউরোপের বিভিন্ন ক্লাব আগ্রহ দেখাতে শুরু করে। তখনই তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছায় এনদ্রিকের ক্লাব পালমেরা।

গত নভেম্বরে ব্রাজিলের মূল দলের হয়ে অভিষেক হয় এনদ্রিকের। গত ৫৭ বছরে ব্রাজিলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় তাঁর, সব মিলিয়ে চতুর্থ। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন এনদ্রিক। ব্রাজিলের কোপা আমেরিকার দলেও ছিলেন এনদ্রিক। যদিও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল এবারের মৌসুমে প্রথম ম্যাচে মায়োর্কোর বিপক্ষে খেলবে। ১৮ আগস্ট সেই ম্যাচেই কি রিয়ালের হয়ে প্রথমবার মাঠে নামবেন এনদ্রিক!

  • সর্বশেষ
  • জনপ্রিয়