শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ১২:০৬ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়ালের সঙ্গে চুক্তির কাজটা শেষ করলেন এনদ্রিক

স্পোর্টস ডেস্ক :নিয়ম অনুযায়ী ১৮ বছর পূর্ণ হতেই আনুষ্ঠানিকভাবে রিয়ালের সঙ্গে ৬ বছরের চুক্তির কাজ শেষ করলেন এনদ্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর পরিচয় পর্বও হয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রিয়ালের জার্সি গায়ে তুলে আবেগ ধরে রাখতে পারেননি এনদ্রিক। চোখের জলে ভিজে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘কেমন অনুভূতি হচ্ছে, তা বলার ভাষা আমার নেই। কারণ, সব সময় এখানেই আসতে চেয়েছি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি। এটা স্বপ্ন পূরণ হওয়ার মতো।’

রিয়ালের প্রতি এনদ্রিকের এমন ভালোবাসার কারণ পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো, ‘ কাঁদতে চাইনি, কিন্তু রিয়ালকে ছেলেবেলা থেকেই ভালোবেসেছি। কারণ, একজন মানুষ আমার জীবনে এসেছিল—ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর কারণেই রিয়াল মাদ্রিদকে অনুসরণ করা শুরু করি।’

অনেক দিন ধরেই আলোচনায় ব্রাজিলিয়ান ফুটবলের নতুন বিস্ময়বালক এনদ্রিক।  ২০২২ সালের পালমেরাইসের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা (১৬ বছর ৩ মাস ৪ দিন) হয়ে আলো কেড়েছিলেন এনদ্রিক। এরপর তাঁর প্রতি ইউরোপের বিভিন্ন ক্লাব আগ্রহ দেখাতে শুরু করে। তখনই তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছায় এনদ্রিকের ক্লাব পালমেরা।

গত নভেম্বরে ব্রাজিলের মূল দলের হয়ে অভিষেক হয় এনদ্রিকের। গত ৫৭ বছরে ব্রাজিলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় তাঁর, সব মিলিয়ে চতুর্থ। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন এনদ্রিক। ব্রাজিলের কোপা আমেরিকার দলেও ছিলেন এনদ্রিক। যদিও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল এবারের মৌসুমে প্রথম ম্যাচে মায়োর্কোর বিপক্ষে খেলবে। ১৮ আগস্ট সেই ম্যাচেই কি রিয়ালের হয়ে প্রথমবার মাঠে নামবেন এনদ্রিক!

  • সর্বশেষ
  • জনপ্রিয়