শিরোনাম
◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগস্টে রিয়ালের জার্সিতে মাঠে নামতে পারেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: কিছু দিন আগে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। বার্নাব্যুতে ৮০ হাজার দর্শকের সামনে থেকে পরিচয়ও করে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট। এরপর থেকে এই তারকার খেলা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

রোববার (২৮ জুন) থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতির সফর। সেখানে এসি মিলান, বার্সেলোনা ও চেলসির সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে লা লিগা চ্যাম্পিয়নরা। তবে ইনজুরির কারণে এই সফরের দলে এমবাপ্পেকে রাখেনি রিয়াল। -অলআউট স্পোর্টস

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতে না থাকলেও ইউরোপের একাধিক সংবাদমাধ্যম বলছে, আগামী ৭ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন এমবাপ্পে। আর অনুশীলনে যোগ দেওয়ার সপ্তাহখানেক পরেই রিয়ালের জার্সি গায়ে অভিষেক হতে পারে এমবাপ্পের।

আগামী ১৪ আগস্ট আটালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। এই ম্যাচ দিয়েই এমবাপ্পেকে মাঠে নামাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি।

এর আগে ফ্রান্সের হয়ে ইউরো কাপের প্রথম ম্যাচ খেলার সময় প্রতিপক্ষ ফুটবলারের সংঘর্ষে নাক ভেঙে যায় এমবাপ্পের। এরপর সেমিফাইনালের আগ পর্যন্ত ম্যাচগুলোয় নাকের সুরক্ষার জন্য তাকে বিশেষ মাস্ক পরে খেলতে হয়। সেই চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পথে আছেন তিনি। জানা গেছে, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সময় দেওয়ার জন্য এমবাপ্পেকে প্রাক-মৌসুম প্রস্তুতির দলে রাখেননি আনচেলত্তি।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়