শিরোনাম
◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা ফুটবল ক্যাম্পে চুরি

স্পোর্টস ডেস্ক: চলমান প্যারিস অলিম্পিকে বিতর্ক যেন থামছেই না। এবার আর্জেন্টিনা দলের অনুশীলন ক্যাম্পে চুরির ঘটনা ঘটেছে। দলটির কোচ   হাভিয়ের মাসচেরানো বিষয়টি নিশ্চিত করেছেন।

ম্যাচ শেষে মাসচেরানো বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানায়, এই ঘটনায় লিঁও পুলিশের কাছে অভিযোগ করেছে আর্জেন্টিনা দল। বৃহস্পতিবার সাঁত এতিয়েনের কাছাকাছি অবস্থিত প্রসিকিউটরের অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। -এপি

সাংবাদিকদের মাসচেরানো বলেন, খেলোয়াড়রা অনুশীলনে গিয়েছিল আর অন্যদিকে চুরি হয়েছে। অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি। এতে কোনো কাজ হবে বলে আমি মনে করি না। তবে অবশ্যই এমন ঘটনা মেনে নেওয়া যায় না।

আর্জন্টিনা কোচ আরও জানান, চুরি হওয়া জিনিসের মধ্যে মিডফিল্ডার থিয়াগো আলমাদার ঘড়িও আছে।

অলিম্পিক ফুটবলে ২০০৪ ও ২০০৮ সালে সোনাজয়ী আর্জেন্টিনা দলের এবারের আসরের শুরুটা একদমই ভালো হয়নি। গত বুধবার সাঁত এতিয়েনে নাটকীয়তায় ঠাসা উদ্বোধনী ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। ম্যাচের অতিরিক্ত ১৬তম মিনিটে ক্রিস্তিয়ান মেদিনার বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু সে সময় মাঠের মধ্যে দর্শক ঢুকে পড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হলে খেলা প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে। পরে ভিএআর দেখে অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেন রেফারি। এরপর ৩ মিনিট ১৫ সেকেন্ড খেলা হওয়ার পর ম্যাচ শেষ হয়।

লিঁওতে ‘বি’ গ্রুপের পরের ম্যাচে শনিবার আর্জেন্টিনার প্রতিপক্ষ ইরাক। মঙ্গলবার শেষ ম্যাচে তারা লড়বে ইউক্রেনের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়