শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না শোয়েব মালিককে

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে পাকিস্তানের শোয়েব মালিককে। অবসরের পর আবার ফেরার ভুড়ি ভুড়ি উদাহরণ থাকলেও শোয়েব আর ফিরবেন না বলে জানিয়েছেন। টি-টোয়েন্টিতে অবসর না বললেও আর কখনোই পাকিস্তানের জার্সিতে মাঠে নামার আগ্রহ নেই তার।

পাকিস্তানের হয়ে আবারও তাকে মাঠে দেখা যাবে কিনা; এমন প্রশ্নে সাবেক এই অধিনায়ক বলেন, ‘না, এত বছর খেলতে পারায় আমি খুশি ও সন্তুষ্ট। আমার আবার পাকিস্তানের হয়ে খেলার কোনো আগ্রহ নেই।’

৪২ বছর বয়সি এই অভিজ্ঞ অলরাউন্ডার নিজের অবসর নিয়ে বলেন, ‘আমি ইতোমধ্যেই দুটি ফরম্যাটে অবসরের ঘোষণা দিয়েছি। বর্তমানে আমি লিগ ক্রিকেট খেলছি এবং আমার সময় উপভোগ করছি। যেখানেই খেলার সুযোগ পাই, আমি তা কাজে লাগাতে চেষ্টা করি।’

টি-টোয়েন্টি ক্রিকেটকে কবে বিদায় বলবেন এমন প্রশ্নে শোয়েব বলেন, ‘আমার কোন আগ্রহ নেই আর পাকিস্তানের হয়ে খেলার।'

শোয়েব মালিক ১৯৯৯ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দেশের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে এবং ১২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে তার রান ১১ হাজারের বেশি আর ২১৮টি।

আর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে শোয়েবের রান ১৩ হাজার ৩৬০। যা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ। গেইলের রান রেকর্ড ১৪ হাজার ৫৬২।

  • সর্বশেষ
  • জনপ্রিয়