শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ১২:০২ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার অলিম্পিক শুরু আজ, প্রতিপক্ষ মরক্কো

সাজ্জাদুল ইসলাম: [২] ২৬ জুলাই প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক শুরু। তবে ফুটবলের লড়াই শুরু হচ্ছে বুধবারই (২৪ জুলাই)। প্রথম দিনই মাঠে নামছে দুইবারের সোনাজয়ী আর্জেন্টিনা,  প্রতিপক্ষ আফ্রিকান দেশ মরক্কো। 

[৩] বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হবে। দিনের অন্য ম্যাচে স্পেন বিপক্ষে লড়বে উজবেকিস্তান। 

[৪] অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ বছর বয়সীরা খেললেও এ ম্যাচে তিনজন বেশি বয়সী খেলতে পারেন। আর্জেন্টিনা দলে বেশি বয়সী হিসেবে আছেন বিশ্বকাপজয়ী তিন ফুটবলার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও হেরোনিমো রুই। মরক্কো দলে বেশি বয়সী হিসেবে আছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি, সোফিয়ানে রাহিমি ও মুনির এল কাজুই।

[৫] আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারও ছেলেদের ফুটবল ইভেন্টে খেলছে ১৬টি দল। ৪ গ্রুপে বিভক্ত দলগুলোর মধ্যে আর্জেন্টিনা ও মরক্কো আছে ‘বি’–তে। গ্রুপের অপর দুই দল ইরাক ও ইউক্রেন। 

[৬] আর্জেন্টিনা অলিম্পিকে সোনা জিতেছিল ২০০৪ এথেন্স ও ২০০৮ বেইজিং আসরে। দুটি আসরেরই দলে থাকা হাভিয়ের মাচেরানো এবারের দলটির কোচ।

[৭] ফিফা ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার প্রত্যাশা কী প্রশ্নে তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আসার সময় প্রত্যাশা খুবই উঁচু থাকে। আমাদের প্রত্যাশা ভালো একটা টুর্নামেন্ট খেলা। আমরা স্কোয়াডের প্রস্তুতিতে অনেক সময় ব্যয় করেছি। এখন আমরা প্রথম ম্যাচের অপেক্ষায় আছি।’

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়