শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ১২:৫৩ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিস অলিম্পিক গেমস আজ শুরু, উদ্বোধন শুক্রবার

আহমেদ ফয়সাল: [২] বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকের ৩৩তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আগামী শুক্রবার। যদিও আজ থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হচ্ছে মাঠের লড়াই। এই টুর্নামেন্টের পর্দা নামবে ১১ আগস্ট।

[৩] প্যারিস অলিম্পিক গেমসে বিশ্বের ১৮৫টি দেশ অংশ নিচ্ছে। দুইটি দেশ এই ক্রীড়া আসরকে বয়কট করেছে। এরা হলো-রাশিয়া ও বেলারুশ। এই আসরে বাংলাদেশের ৫ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এরা হলেন- আরচার সাগর ইসলাম, সাঁতারু সোনিয়া খাতুন ও সামিউল ইসলাম রাফি, শুটার রবিউল ইসলাম ও অ্যাথলেট ইমরানুর রহমান।

[৪] এদের মধ্যে গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন আরচার সাগর। যিনি আরচারির রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে খেলবেন। বাকিরা ওয়াইল্ড কার্ড পেয়ে প্যারিসে যাচ্ছেন। ২৬ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে লাল-সবুজ পতাকা হাতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন আরচার সাগর ইসলাম।

[৫] বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন সূত্রে জানা গেছে, ওয়াইল্ড কার্ড প্রাপ্ত ক্রীড়াবিদরা একটির বেশি ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন না। তাই অলিম্পিকের ১০০ মিটার পুরুষ স্প্রিন্ট ইভেন্টে খেলবেন ইমরানুর রহমান। তিনি ইংল্যান্ডের লন্ডনে বসবাস করেন এবং সেখানেই বছরজুড়ে অনুশীলনে ব্যস্ত থাকেন। সেখান থেকেই ফ্রান্সে গেছেন তিনি।

[৬] এই আসরে ইমরানুরের আশা ভালো করার। তিনি গণমাধ্যমকে বলেন, আমার চেষ্টা থাকবে নিজের সেরা টাইমিং দিয়ে ১০০ মিটার স্প্রিন্টে ভালো করা। আমি চাই দেশের সম্মান বাড়াতে। সাফল্য পাওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। সম্পাদনা: কামরুজ্জামান
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়