স্পোর্টস ডেস্ক: এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবার শিরোপা ঘরে তুলেছে স্পেন। এরপরই ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) সেরা একাদশ প্রকাশ করেছে। যেখানে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন দলের ছয়জন ফুটবলার।
৪-৩-৩ ফর্মেশনে উয়েফা ইউরোর সেরা একাদশের আক্রমণভাগে রয়েছে উদীয়মান সেরা ফুটলারের পুরস্কার জেতা লামিনে ইয়ামাল, ২২ বছর বয়সী নিকো উইলিয়ামস রয়েছেন আক্রমণভাগে। এছাড়া আক্রমণভাগের অন্যজন হলেন ২১ বছর বয়সী জার্মানির জামাল মুসিয়ালা।
সেরা একাদশের মিডফিল্ডে যে তিনজন রয়েছেন, তাদের সবাই স্পেনের ফুটবলার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী রদ্রির সঙ্গে আছেন দানি ওলমো ও ফাবিয়ান রুইস। রক্ষণভাগে রয়েছেন কাইল ওয়াকার, উইলিয়াম সালিবা, মানুয়েল আকাঞ্জি ও মার্ক কুকুরেইয়া। গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ফ্রান্সের মাইক মেনিয়ঁ। -চ্যানেল২৪
ইউরো ২০২৪ এর সেরা একাদশ: মাইক মেনিয়ঁ (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), মার্ক কুকুরেইয়া (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইস (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি) ও নিকো উইলিয়ামস (স্পেন)
এসবি২
আপনার মতামত লিখুন :