শিরোনাম
◈ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি ◈ আসছে বছর খেলাপি ঋণ ছাড়াতে পারে পাঁচ লাখ কোটি টাকা ◈ বঙ্গবাজারে অগ্নিসংযোগ, তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা ◈ (২৪ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ যে দোয়া ‘জান্নাতের গুপ্তধন’ ◈ সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক: ফোর্বসের দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আন্দালিভ রহমান পার্থ ◈ আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? ◈ সাংবাদিক নূরুল কবীরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৮:০৮ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা জয়ী আর্জেন্টিনা খেলোয়াড়ের অনুরোধ

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় কলাম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। একমাত্র এই গোলটির জন্য আর্জেন্টিনাকে ১১২তম মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। অথচ নির্ধারিত সময়েই আর্জেন্টিনার সামনে জয়ের একাধিক সুযোগ এসেছিল। সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি। একাধিক সুযোগ নষ্টের অভিযোগ নিকোলাস গঞ্জালেসের বিপক্ষে। সুযোগ নষ্টের কারণে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন নিকোলাস।

ফাইনালে ৬৬ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। তাঁর বদলে ম্যাচের বাকি সময়ের জন্য মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস। মাঠে নেমে ভালো খেললেও কিছু সুযোগ নষ্ট করেছেন ফিওরেন্তিনার এই উইঙ্গার। এর মধ্যে অবশ্য একবার বল জালেও জড়িয়েছিলেন তিনি। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

শিরোপা জয়ের পর গোলের সুযোগ হাতছাড়া করার কারণে ক্ষমা চেয়েছেন তিনি। বলেছেন, সুযোগ হাতছাড়া করায় কেউ যেন তাঁকে অভিশাপ না দেয়।

গঞ্জালেস বলেন, ‘আপনারা নিশ্চয়ই আমাকে অভিশাপ দিচ্ছেন। আমি অনেক গোল মিস করেছি। আমি সুযোগগুলো কাজে লাগাতে পরিনি। আমি সত্যিই বিরক্ত।’ এরপর তাঁকে অভিশাপ না দেওয়ার অনুরোধ জানিয়ে এই উইঙ্গার আরও বলেন, ‘আশা করি, আপনারা খুশি হয়েছেন। কিন্তু আমাকে অভিশাপ দেবেন না। গালি দেবেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়