শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের ইনজুরির খবর জানালেন মেসি

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : কলাম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপার শিরোপা জয় করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচ শেষে ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে উৎসবে মাতলেও খেলার শেষ সময়ে মাঠে ছিলেন না মেসি। ৬৬ মিনিটে মারাত্মক আহত হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। তার পা ফুলে ঢোল হওয়ার ছবি টেলিভিশনে দেখা গিয়েছে। সে ছবিতে মেসিভক্তরা আতঙ্কিত হয়েছে। দ্রুত প্রিয় এই খেলোয়াড় মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে মেসিভক্তদের মনে শঙ্কা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মেসি নিজেই জানিয়েছেন।

এক পোস্টে মেসি নিজের চোটের অবস্থা জানিয়ে লিখেছেন, ‘আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করব।’

সোমবার সকালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি মেসির জন্য কঠিন করে তুলেছিল কলাম্বিয়া। মারাত্মক সব ট্যাকলে মেসিকে রুখতে চেষ্টা করেছিল কলাম্বিয়া। একবার মারাত্মক ট্যাকলে আহত হলেও চিকিৎসক সেবায় মাঠে ফেরেন তিনি। কিন্তু ৬৬ মিনিটে বল দখলের জন্য ছুটতে গিয়ে ব্যথায় মাটিতে শুয়ে পড়েন। চিকিৎসকরা চেষ্টা করে তাকে আর মাঠে ফেরাতে পারেনি। আহত হয়ে মাঠ ছেড়েছিলেন মেসি।  ব্যথা পায়ে সতীর্থদের সঙ্গে শিরোপা জয়ের উৎসবে মেতেছিলেন দুেইবার কোপা জয়ী মেসি।

অন্য এক পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘কোপা আমেরিকা শেষ। প্রথমেই আমি আমাকে দেওয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।

এসএইচ/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়